For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুন হলেন আর্জেন্তিনার তরুণ গোলরক্ষক

বিশ্ব ফুটবলে কালো দিন। খুন হলেন আর্জেন্তিনার তরুণ গোলরক্ষক ফাসুন্দ এসপিন্দোলা। তাৎপর্যপূর্ণ ভাবে এই খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও এক ফুটবলার। এই দুই ফুটবলারই আর্জেন্তিনায় খেলতেন ক্লাব ফুটবল।

Google Oneindia Bengali News

বিশ্ব ফুটবলে কালো দিন। খুন হলেন আর্জেন্তিনার এক তরুণ ফুটবলার। তাৎপর্যপূর্ণ ভাবে এই খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও এক ফুটবলার। এই দুই ফুটবলারই আর্জেন্তিনায় খেলতেন ক্লাব ফুটবল।
নিহত ফুটবলারের নাম ফাসুন্দো এসপিন্দোলা। ঘটনাটি ঘটে বুয়েনস আইরেসের হার্লিংহোম এলাকায়।

খুন হলেন আর্জেন্তিনার তরুণ গোলরক্ষক

রবিবার ভোর রাতে স্থানীয় একটি পানশালা থেকে বেড়িয়ে দুই ব্যক্তির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পরেন আলমাগ্রোর এই গোলরক্ষক। অতীতে রিভার প্লেটের যুব দলে এবং আর্জেন্তিনার 'বি' দলেও খেলেছিলেন ফাসুন্দো। সেই সময় দুই জনের মধ্যে এক ব্যক্তি ছুরি বার করে চালিয়ে দেয় ফাসুন্দের গলায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই গোলরক্ষক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুই ঘাতককেই গ্রেফতার করা হয়। যার মধ্য এক জন স্যান তেলমোর ফুটবলার নাহুয়েল ওভিয়েদো।

যদিও সঙ্গে সঙ্গে এই দুই ঘাতককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনা স্থল থেকেই ফেরার হয়ে যায় এরা। পরে কয়েক ঘন্টা পর একটি সাদা গাড়ি থেকে এই দু'জনকে গ্রেফতার করে পুলিশ। সাদা গাড়িটিতে অনেক জায়গায় লেগেছিল রক্তের দাগ। যেখান থেকে এই দু'জনকে গ্রেফতার করা হয়, তার কিছুটা দূর থেকেই পুলিশ উদ্ধার করে খুনের জন্য ব্যবহৃত ছুরি।

খুন হলেন আর্জেন্তিনার তরুণ গোলরক্ষক

[আরও পড়ুন:কলকাতা লিগ ঘরে তুলতে নাইজেরীয় গোলমেশিনকে সই করাল মহামেডান][আরও পড়ুন:কলকাতা লিগ ঘরে তুলতে নাইজেরীয় গোলমেশিনকে সই করাল মহামেডান]

যদিও কেন আকস্মিক ঝামেলায় জড়ালেন তাঁরা তা এখনও জানা যায়নি। এর আগেও একবার ২০১১ সালে ডাকাতির ঘটনায় গ্রেফতার হল ওভিয়েদা। তিন বছরের কারাবাস হলেও, সেই সময় জেল খাটতে হয়নি তাকে। তবে, এইবার জেল এড়ানো খুব একটা সহজ হবে না তাঁর জন্য।

[আরও পড়ুন: তীব্র অপমান বুকে নিয়ে জার্মানির হয়ে আর না খেলার সিদ্ধান্ত ওজিলের][আরও পড়ুন: তীব্র অপমান বুকে নিয়ে জার্মানির হয়ে আর না খেলার সিদ্ধান্ত ওজিলের]

English summary
Nahuel Ovieldo was arrested for Murdering 25 year old almagro goalkeeper Facundo Espindola. Football lovers of Argentina in big shock, they can not believe it. They want top most punishment for this.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X