For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'একটা টিকিট হবে', কোথায় কেন শোনা যাচ্ছে এই ডায়লগ জানেন

আগামী ২২সে অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে যুববিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও জার্মানি ।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

দীপাবলী-র আলোর উৎসব চলছে, তার মধ্যেই ভাইফোঁটা দরজায় কড়া নাড়ছে। কিন্তু যুবভারতীর আশেপাশে কিন্তু ছবিটা একেবারেই আলাদা।

ব্রাজিল ও জার্মানি

আসলে আগামী ২২সে অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে যুববিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও জার্মানি । তাই যুবভারতীর বাইরে ইতঃস্বতঃ বিক্ষিপ্ত ভাবে মানুষজন একটাই খোঁজে ঘুরছেন। মুখে একটা কথা 'রবিবারের ম্যাচের একটা টিকিট হবে। '

চলছে টিকিটের হাহাকার

আসলে ফুটবল পাগল কলকাতার এই ম্যাচটি ঘিরে আগ্রহ তুঙ্গে । চলছে টিকিটের হাহাকার । যেহেতু বেশিরভাগ টিকিট বিক্রিটাই অনলাইন হয়েছে, তাই কাউন্টার সেল হাতে গোনা। বিশ্বের দুই হেভিওয়েট শক্তি জার্মানি ও ব্রাজিলের লড়াই বলে কথা, হোক না ছোটদের দল।

কলকাতার ভাগ্যে ফাইনাল থাকলেও সেমিফাইনাল নেই। কিন্তু এই ব্রাজিল-জার্মানি ম্যাচটি কার্যত তাদের কাছে মিনি ফাইনাল। এদিকে শহরে অনুশীলনে ব্যস্ত ব্রাজিল-জার্মানি দুটি দলই। বুধবার কোচিতে হণ্ডুরাসকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ব্রাজিল । কলকাতায় পৌঁছে তারা বলেছেন , তাদের আশা কলকাতার ফুটবলপ্রেমী মানুষকে তারা আনন্দ দিতে পারবে। পাশাপাশি তাদের মাথায় বদলাও ঘুরছে। ব্রাজিল বিশ্বকাপে বড়দের জার্মানির কাছে কুৎসিতভাবে হারতে হয়েছিল ব্রাজিলকে। তাই তারা চাইছে ছোট হয়েও বদলা নিতে।

অপরদিকে জার্মান শিবিরও প্রস্তুত নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপের আরও কাছাকাছি এক ধাপ এগোতে।

English summary
Yuvabharati is heating up for Brazil vs Germany clash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X