For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ কোটি স্মার্টফোন থেকে তৈরি হচ্ছে ৫০০০ পদক! অলিম্পিক আয়োজনেও জাপানি চমক

২০২০ টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের সব পদক পুনর্ব্যবহৃত ই-বর্জ্য থেকে তৈরি করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

জাপানে অলিম্পিক আয়োজন হচ্ছে আর চমক থাকবে না তা কি হয়? এইবার অলিম্পিক পদক তৈরিতে ই-বর্জ্যকে কাজে লাগিয়ে বিশ্বে তাক লাগালো তারা। ই-বর্জ্য অর্থাত ব্যবহৃত ল্যাপটপ, স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটকেই পুনর্ব্যবহার করে তৈরি করা হচ্ছে ২০২০ টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিকের ৫০০০টি মেডাল।

বর্তমান পৃথিবীর অন্যতম গুরুতর সমস্যা এই ই-আবর্জনা। এই খারাপ হয়ে যাওয়া গ্যাজেটের স্তূপকে নানা ভাবে পুনর্ব্যবহারের প্রয়াস নেওয়া হচ্ছে পৃথিবী জুড়ে। তারই অংশ হিসেবে এবার এই আবর্জনাকে অলিম্পিকের মেডাল তৈরির মতো কাজে লাগাল প্রথম সূর্যের দেশ।

থ্রি ইডিয়ট

থ্রি ইডিয়ট

আমির খানের জনপ্রিয় ছবি থ্রি ইডিয়ট ছবির প্রচারে ছবির অভিনেতা আমির খান, আর মাধব, শরমন যোশীর সঙ্গে শাহরুখ খান।

৪৭ হাজার টনের ই-আবর্জনা

৪৭ হাজার টনের ই-আবর্জনা

২০১৭ সাল থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষ থেকে ইলেক্ট্রনিক গ্যাজেট প্রস্তুতকারক সংস্থা - সব পক্ষকে সামিল করা হয়েছে। আর এভাবে প্রায় সাড়ে ৪৭ হাজার টনের ই-আবর্জনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে স্মার্টফোনই রয়েছে ৫ কোটি ১০ লক্ষের মতো। আর এই বিপুল ই-বর্জ্য থেকে মিলেছে, মোট ৮ টনের সোনা, রুপো ও ব্রোঞ্জ।

রীতেশের সঙ্গে দুই খান

রীতেশের সঙ্গে দুই খান

একটি অনুষ্ঠানে রীতেশের সঙ্গে আমির ও কিং খান।

লক্ষ্য প্রায় সম্পূর্ণ

লক্ষ্য প্রায় সম্পূর্ণ

অলিম্পিকের ৫০০০টি পদকের জন্য মোট সোনা দরকার ৩০.৩ কেজি, রুপো ৪,১০০ কেজি ও ব্রোঞ্জ ২,৭০০ কেজি। এর মধ্যে ব্রোঞ্জ সংগ্রহের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়েছে। এছাড়া সোনা মিলেছে - ২৮.৪ কেজি, রুপো - ৩,৫০০ কেজি। বাকিটা এই বছরের মার্চের মধ্যেই হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

তিন খান

তিন খান

একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মজার ছলে সলমন, আমির ও শাহরুখ।

পথ দেখিয়েছে রিও

পথ দেখিয়েছে রিও

অলিম্পিকে অবশ্য ই-বর্জ্য থেকে পদক তারির দিশা প্রথম দেখিয়েছিল ব্রাজিল। রিও অলিম্পিকে ৩০ শতাংশ পদক তৈরি হয়েছিল এইভাবে। কিন্তু জাপান আর আংশিক নয, পদক তৈরির যাবতীয় ধাতুই সংগ্রহ করল ই-বর্জ্য থেকে।

অনুপম খের-হৃতিক

অনুপম খের-হৃতিক

একটি অনুষ্ঠানে অভিনেতা অনুপম খের এবং হৃতিক রোশনের সঙ্গে শাহরুখ খান ও আমির খান।

ইমতিয়াজি কল্পনা

ইমতিয়াজি কল্পনা

নিজের আগামী ছবি নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন ইমতিয়াজ। আর সেই ছবিতে বলিউডের সুপারস্টার শাহরুখ খান বা আমির খানকে মুখ্য ভূমিকায় নেওয়ার কথা ভাবছেন পরিচালক।

দুই খান

দুই খান

সূত্রের খবর, ইতিমধ্যে শাহরুখে সঙ্গে দেখা করে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন ইমতিয়াজ। আবার ইমতিয়াজ ঘণিষ্ট একাংশ বলছে নিজের ছবি নিয়ে আমির খানের সঙ্গে কথা বলেছেন পরিচালক। ফলে অনেকেই মনে করছেন এখনও কিছু চূড়ান্ত না হলেও হয়তো নিজের আগামী ছবিতে বলিউডের জনপ্রিয় এই দুই খানকেই কাস্ট করার চিন্তাভাবনা করছেন ইমতিয়াজ।

পুরানো সেই দিনের কথা

পুরানো সেই দিনের কথা

অতীতে এক পত্রিকার ফটোশুটে শাহরুখ ও আমির।

গভীর আলোচনায়

গভীর আলোচনায়

একটি অনুষ্ঠানে গুরুগম্ভীর আলোচনায় ব্যস্ত শাহরুখ ও সলমন খান।

একসঙ্গে

একসঙ্গে

একটি মিডিয়া সম্মেলনে একসঙ্গে শাহরুখ ও সলমন খান।

একটু অপেক্ষা

একটু অপেক্ষা

এক্ষেত্রে সত্যিই ইমতিয়াজের ছবিতে শাহরুখ বা আমির কিংবা দুজনকেই একসঙ্গে দেখা যাবে কিনা তা জানতে আমাদের অপেক্ষা করতেই হবে।

English summary
All the medals for the 2020 Tokyo Olympics and Paralympics are being made out of recycled e-waste.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X