For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাফল্যের সম্মান, বেঙ্গালুরু চিড়িয়াখানায় ব্য়াঘ্র শাবককে দেওয়া হল হিমার নাম

১৯ দিনে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঁচটি সোনা জেতা হিমা দাসকে নিয়ে ভারতীয়দের গর্বের শেষ নেই। অসমের অ্যাথলিটের সাফল্যে উচ্ছ্বসিত রথি-মহারথিরা।

  • |
Google Oneindia Bengali News

১৯ দিনে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঁচটি সোনা জেতা হিমা দাসকে নিয়ে ভারতীয়দের গর্বের শেষ নেই। অসমের অ্যাথলিটের সাফল্যে উচ্ছ্বসিত রথি-মহারথিরা।

২০২০ টোকিও অলিম্পিকে তিনিই যে ভারতের জন্য পদক জয়ের অন্যতম আশা, তা আর বলার অপেক্ষা রাখে না। সেই তাঁকেই সম্মান জানাতে কসুর করল না বেঙ্গালুরু চিড়িয়াখানা। ছয় মাসের ব্যাঘ্র শাবকের নামকর করা হল হিমারই নামে।

১৯ দিনে ৫টি সোনা

১৯ দিনে ৫টি সোনা

চলতি বছরের ২ জুলাই পোল্যান্ডের পোজান অ্যাথলেটিক্স গ্র্য়ান্ড প্রিক্সে ২০০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন হিমা দাস। ঠিক পাঁচ দিন পর পোল্য়ান্ডেরই কুটনো অ্যাথলেটিক্স মিটের একই ইভেন্টে ফের সোনা জেতেন ধিন এক্সপ্রেস। ১৩ জুলাই চেক রিপাবলিকের ক্লাডনো অ্যাথলেটিক্স মিটের ২০০ মিটার স্প্রিন্টে তৃতীয় সোনা জেতেন হিমা। চার দিন পর চেক রিপাবলিকেরই টাবোর অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার স্প্রিন্টে চতুর্থ সোনা জেতেন অসমের তরুণী। ২০ জুলাই চেক রিপাবলিকের নোভ মেস্টো প্রতিযোগিতার ৪০০ মিটার রেসে পঞ্চম সোনা জেতেন হিমা দাস।

শুভেচ্ছা

শুভেচ্ছা

১৯ দিনে ৫টি সোনা জেতা হিমা দাসকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় অ্যাথলিটের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন নমো। হিমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ১৯ দিনে ৫টি সোনা জেতা ধিন এক্সপ্রেসকে সেলাম জানান বিভিন্ন মহলের বহু বিশিষ্ট জন।

হিমার নামে বাঘ

হিমার নামে বাঘ

হিমার সাফল্যে যে দেশের মানুষ কতটা গর্বিত, তা প্রমাণ হয় বেঙ্গালুরুর বান্নেরঘাট্টা বায়োলজিক্য়াল পার্কের কর্মকাণ্ডে। জাতীয় ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে জাকার্তা এশিয়ান গেমসে জোড়া সোনা জয়ী হিমার নামে সেখানকার এক ছয় মাসের বাঘ শাবকের নামকরণ করা হয়েছে।

কেন এমন উদ্যোগ

কেন এমন উদ্যোগ

অ্যাথলিট হিমা দাসের নামে ব্যাঘ্র শাবকের নামকরণ করায় সেটিকে দেখতে বেঙ্গালুরুর বান্নেরঘাট্টা বায়োলজিক্য়াল পার্কে মানুষের ভিড় বাড়বে। একই সঙ্গে এই অভিনব পদ্ধতিতে ব্যাঘ্র সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে করতে চায় কর্তৃপক্ষ।

English summary
A six month old tiger cub names after Hima Das in Bangalore zoo.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X