For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন মহিলা হকি বিশ্বকাপের আগে জেনে নিন টিম ইন্ডিয়ার খুঁটি-নাটি

২১ জুলাই থেকে শুরু হওয়া মহিলা হকি বিশ্বকাপের প্রথম দিনই অভিযান শুরু করছে ভারত। বিশ্বকাপের উদ্বোধনী দিনে তাঁদের প্রতিপক্ষ আয়োজক দেশ ইংল্যান্ড।

Google Oneindia Bengali News

২১ জুলাই থেকে শুরু হওয়া মহিলা হকি বিশ্বকাপের প্রথম দিনই অভিযান শুরু করছে ভারত। বিশ্বকাপের উদ্বোধনী দিনে তাঁদের প্রতিপক্ষ আয়োজক দেশ ইংল্যান্ড। ২১ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ৫ অগস্ট পর্যন্ত।

আসন্ন মহিলা হকি বিশ্বকাপের আগে জেনে নিন টিম ইন্ডিয়ার খুঁটি-নাটি

বিশ্বকাপে ভারতী মহিলা দলের নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ রানি রামপাল। বিশ্বকাপের আগে ভাল ছন্দেই রয়েছে ভারতের মহিলা হকি দল। বিশ্বকাপের নামার আগে স্পেনে গিয়েও প্রস্তুতি ম্যাচে ভাল পারফর্ম করেছে ভারতের মহিলা হকি দল।

বিশ্বকাপে চারটি পুলের মধ্যে পুল 'বি'=তে জায়গা পেয়েছে ভারত। ভারত এবং আয়োজক দেশ ইংল্যান্ড ছাড়া এই পুলে রয়েছে আমেরিকা এবং আয়ারল্যান্ড।

প্রতিটি পুলের প্রথমস্থানে যে দল শেষ করবে সেই দল পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। যেখানে দ্বিতীয় এবং তৃতীয়স্থানে থাকা দুই দলকে খেলতে হবে পরের রাউন্ডে যাওয়ার জন্য। পুলের অন্তিমস্থানে শেষ করা দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

পুল 'বি'-এর এই চারটি দল ছাড়াও বাকি তিনটি পুল মিলিয়ে এই বিশ্বকাপে রয়েছে আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিন, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং স্পেন।

মহিলা হকি বিশ্বকাপে ভারতের সেরা পারফরম্যান্স এসে ছিল ১৯৭৪ প্রথম মহিলা হকি বিশ্বকাপেই। সেই বিশ্বকাপে ব্রোঞ্জ মেডেলের ম্যাচে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ০-২ গোলে হেরে যায় ভারত।

উল্লেখযোগ্য ভাবে, এই বিশ্বকাপে ভারতের দলে সুযোগ পাওয়া ১৮ জনের মধ্যে ১৬ জনই বিশ্বকাপে মঞ্চে প্রথম অংশ নিতে চলেছে। একমাত্র দলের অধিনায়ক রানি রামপাল এবং দলের অন্যতম অভিজ্ঞ প্লেয়ার দীপিকা আগে বিশ্বকাপে অংশ নিয়েছেন। তবে, তরুণ দল হলেও টিম ইন্ডিয়া আত্মবিশ্বাসী ইংল্যান্ড থেকে পদক নিয়ে ফেরার বিষয়ে। এই টুর্নামেন্টের সব থেকে ধারাবাহিক দল নেদারল্যান্ডস। মোট সাতবার বিশ্বকাপ জিতেছে তারা।

বিশ্বকাপে ভারতের খেলার সূচি:

২১ জুলাই: ভারত বনাম ইংল্যান্ড
২৬ জুলাই: ভারত বনাম আয়ারল্যান্ড
২৯ জুলাই: ভারত বনাম আমেরিকা

English summary
Indian Women Hockey team is going to participate in women’s hockey world cup. Indian team is determined to win their first medal in world cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X