For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব বক্সিংয়ে থমকে গেল ইতিহাস! রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল অমিত পাঙ্গালকে

ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে থমকে গেল ইতিহাস। ভারতের বক্সার অমিত পাঙ্গালের বিজয়রথ থমকে গেল ফাইনালে। রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

  • |
Google Oneindia Bengali News

ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে থমকে গেল ইতিহাস। ভারতের বক্সার অমিত পাঙ্গালের বিজয়রথ থমকে গেল ফাইনালে। রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। অমিত পাঙ্গালের হারলেন শাখোবিদিন জোইরভের কাছে। শুক্রবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন অমিত। ভারতীয় বক্সিং ইতিহাসে তিনিই প্রথম পুরুষ যিনি এই কীর্তি স্থাপন করলেন।

বিশ্ব বক্সিংয়ে থমকে গেল ইতিহাস! রুপো নিয়েই সন্তুষ্ট অমিত

ইতিহাস তৈরি করা ভারতীয় বক্সার অমিত পাঙ্গাল ফাইনালে ওঠার পর তাঁর উপর প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু ফাইনালে এসে প্রত্যাশার সেই চাপ রাখতে পারলেন না অমিত। উজবেকিস্তানের শাখোবিদিন জোইরভের কাছে পরাজিত হলেন তিনি। অমিত পাঙ্গালই প্রথম পুরুষ বক্সার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক জিতলেন।

এর আগে বিজেন্দ্র সিং (২০০৯), বিকাশ কৃষ্ণ (২০১১), শিব থাপা (২০১৫) এবং গৌরব বিধুরী (২০১৭) সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ পেয়েছিলেন। এই বছর মণীশ কৌশিকও ব্রোঞ্জ পদক জিতেছেন। আর পাঙ্গাল রৌপ্য জিতলেন। ভারতীয় পুরুষ বক্সিংয়ে নতুন ইতিহাস তৈরি করলেন তিনি। এখন পর্যন্ত এটাই ভারতীয় বক্সারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স।

English summary
Amit Panghal wins silver medal from World Boxing Championships 2019. He becomes the first Indian male boxer to do so.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X