For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোপিংয়ের কোপে রাশিয়ান অ্যাথলিটরা, এথেন্স অলিম্পিক্সের এক পদকের আশায় ভারত

তিন রাশিয়ান অ্যাথলিট ডোপিংয়ে অভিযুক্ত হওয়ায় এথেন্স অলিম্পিক গেমসের পদক পেতে পারেন অঞ্জু ববি জর্জ। 
 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

চোদ্দ বছরের বনবাসের পর রামচন্দ্র বনবাস থেকে অযোধ্যায় ফিরেছিলেন। অতটা না হলেও কার্যত সেরকমই হতে চলেছে অঞ্জু ববি জর্জের। ভারতীয় এই লং জাম্পার পেতে পারেন অলিম্পিক্সের পদক।

ডোপিংয়ের কোপে রাশিয়ান অ্যাথলিটরা, এথেন্স অলিম্পিক্সের এক পদকের আশায় ভারত

[আরও পড়ুন: আরও একটা আইপিএল মরশুম শুরুর মুখে, আইপিএলের 'হিট' বিতর্কগুলি একনজরে] [আরও পড়ুন: আরও একটা আইপিএল মরশুম শুরুর মুখে, আইপিএলের 'হিট' বিতর্কগুলি একনজরে]

২০০৪ সালের এথেন্স অলিম্পিক্সে পঞ্চম হয়েছিলেন ভারতের লং জাম্পার অঞ্জু ববি জর্জ। সেই টুর্নামেন্টে প্রথম , দ্বিতীয়, তৃতীয় তিনটিই হয়েছিলেন তিন রাশিয়ান অ্যাথলিট। চতুর্থ হয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্রাউনি থম্পসন ও ষষ্ঠ হয়েছিলেন জেড জনসন। অন্যদিকে প্রথম তিনজন ছিলেন তাতায়না লেভেদেভা, ইরিনা সিমাগিনা, তাতায়না কোতোভা। বর্তমান এই তিন সোনা, রূপো,ব্রোঞ্জ জয়ী প্রতিযোগীই ডোপিংয়ে অভিযুক্ত।

এরপরেই নড়েচড়ে বসেছে ভারত, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের অলিম্পিক্স অ্যাসোসিয়েশান। তারা সকলে মিলে ইন্টারন্যাশানাল অ্যাসোসিয়েশান অফ অ্যাথলেটিক্স ফেডারেশনস বা আইএএএফ কে চিঠি দিয়েছে। নিজেদের প্রতিযোগীদের যাতে পদকগুলি পাইয়ে দেওয়া যায়।

নিজেদের চিঠিতে অলিভিয়ের জেরসকে জানিয়েছেন এই বিষয়ে যাতে পূর্ণ তদন্ত হয়। পাশাপাশি ইন্টারন্যাশানল অলিম্পিক কমিটির কাছে তারা আবেদন করেছেন তিনি অভিযুক্ত রাশিয়ানের পদক পরের তিন প্রতিযোগীকে যেন দিয়ে দেওয়া হয়।

যদি আইএএএফ ও আইওসি সহমত হয় তাহলে সেদিন দূর নয় যখন অঞ্জু ববি জর্জ রূপোর পদক পাবেন। এদিকে ভারতীয় লং জাম্পার জানিয়েছেন তিনি আশাবাদী পদক পাওয়ার বিষয়ে। তিনি জানিয়েছেন তিনটি অ্যাথলেটিক্স ফেডারেশন এক হয়ে আবেদন করেছে ফলে দ্রুত ফল পাওয়া যাবে। এর আগেও এই ধরণের ঘটনার নজির অ্যাথলেটিক্সে রয়েছে সেটাও জানিয়েছেন অঞ্জু ববি জর্জ।

যদি এটা ঠিক হয় তাহলে রাজ্য বর্ধন সিং রাঠোর, পিভি সিন্ধু ছাড়াও ভারতের অলিম্পিক্স রূপো প্রাপকদের তালিকায় অঞ্জু ববি জর্জের নাম যুক্ত হবে।

English summary
Anju Bobby George may get Olympics medal for Athens Olympic Games. As three Russian athletes have been charged for doping.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X