For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোল্ট তো বটেই, শ্রীনিবাসকেও টপকে গেলেন কোন কাম্বালা দৌড়বিদ

বোল্ট তো বটেই, শ্রীনিবাসকেও টপকে গেলেন কোন কাম্বালা দৌড়বিদ

  • |
Google Oneindia Bengali News

অলিম্পিকে সোনা তো দূর পদক আনতেও বেশ কাঠখড় পোড়াতে হয় যে দেশকে, তার হলটা কী! বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া যজ্ঞের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে অতীতে কটা পদক এনেছে ভারত, তা খুঁজতে আতস কাচের প্রয়োজন হয় বইকি! তা বলে সূর্য যে উঠবে না, তা কী হয়! হয়তো ঘুরে দাঁড়িয়েছে অন্য সময়। কাম্বালা উৎসব থেকে একের পর এক দ্রুতগামী দৌড়বিদের জন্ম দিচ্ছে কর্নাটক। কর্দমাক্ত মাঠে মহিষের সঙ্গে দৌড়ে কিংবদন্তী উসেইন বোল্টের রেকর্ড টপকে ছিলেন শ্রীনিবাস গৌড়া। এবার তাঁকেও টপকে গেলেন আরও কাম্বালা দৌড়বিদ। কে তিনি, জেনে নিন।

বোল্টের কীর্তি

বোল্টের কীর্তি

অলিম্পিকে আট ও বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে এগারোটি সোনা জেতা জামাইকার উসেইন বোল্ট, একশো মিটার স্প্রিন্ট বিভাগে সবচেয়ে কম সময়ে দৌড় শেষ করে ইতিহাসের পাতায় নাম লিখেছেন। ২০০৯ সালে জার্মানির বার্লিনে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাত্র ৯.৫৮ সেকেন্ড ১০০ মিটারের স্প্রিন্ট শেষ করেছিলেন কিংবদন্তী। সেই রেকর্ড এখনও অক্ষত।

বোল্টকে টপকে

বোল্টকে টপকে

বিশ্ব পরিসংখ্যানবিদরা যাই বলুন, সোশ্যাল মিডিয়া কিন্তু বলছে অন্য কথা। ভারতীয় নেটিজেনদের দাবি, উসেইন বোল্টের থেকেও দ্রুতগামী দৌড়বিদকে খুঁজে পেয়েছেন তাঁরা। কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার মুদাবিডরির বাসিন্দা শ্রীনিবাস গৌড়া, একশো মিটারের স্প্রিন্টে সময়ের নিরিখে বোল্টকেও হারিয়ে দিয়েছেন বলে দাবি।

তোলপাড় সোশ্যাল মিডিয়া

তোলপাড় সোশ্যাল মিডিয়া

শ্রীনিবাস গৌড়া যে এলাকার বাসিন্দা সেই কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার মুদাবিডরিতে চলছিল সেখানকার ঐতিহ্যমণ্ডিত কাম্বালা বা মহিষ দৌড় প্রতিযোগিতা। নিয়ম অনুযায়ী, কর্দমাক্ত মাঠে মহিষদের নিয়ন্ত্রণ করার জন্য সঙ্গে দৌড়তে হয় মনিবকেও। শ্রীনিবাস সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বলে জানা গিয়েছে। সেখানেই পোষা দুই মহিষের সঙ্গে দৌড়ে ১৪২.৫ মিটারের কর্দমাক্ত জলে ভরা পথ, ২৮ বছরের ওই যুবক মাত্র ১৩.৬২ সেকেন্ডে পেরিয়েছেন বলে জানানো হয়েছে। একশো মিটার অতিক্রম করতে শ্রীনিবাসের ৯.৫৫ সেকেন্ড সময় লেগেছে বলেও দাবি। কর্নাটকের শ্রীনিবাস গৌড়ার সেই দৌড়ের ছবি টুইটারে পোস্ট করেছেন এক ব্যক্তি। ছবির ওপরে উসেইন বোল্টের সঙ্গে শ্রীনিবাসের দৌড়ের সময়ের তুলনাও করা হয়েছে। তা দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে।

সাই-তে ট্রায়াল

সাই-তে ট্রায়াল

সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলা শ্রীনিবাস গৌড়াকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই-তে ট্রায়াল নেওয়ার সুযোগ করে দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। সাই-তে পৌঁছনোর জন্য ওই কাম্বালা দৌড়বিদকে টিকিটও পাঠিয়ে দেন মন্ত্রী।

শ্রীনিবাসকে টপকে

শ্রীনিবাসকে টপকে

সোশ্যাল মিডিয়ায় ফের আলোড়ন তোলা খবর যে এবার শ্রীনিবাস গৌড়াকেও নাকি গতিতে টপকে আরও এক কাম্বালা দৌড়বিদ। নিশান্ত শেট্টি নামের এক যুবক, কর্দামাক্ত মাঠে মহিষের সঙ্গে দৌড়ে ১৩.৬৮ সেকেন্ড ১৪৩ মিটার পথ অতিক্রম করেছ। ১০০ মিটারের ক্ষেত্রে সময় গিয়ে দাঁড়াচ্ছে ৯.৫১ সেকেন্ড।

সাই-র বক্তব্য

সাই-র বক্তব্য

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর কথা শুনেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই। জানিয়েছে যে কাম্বালা দৌড়বিদ শ্রীনিবাস গৌড়ার ট্রায়াল নিতে তারা প্রস্তুত। তবে কাম্বালার মরশুম শেষ না হওয়া পর্যন্ত শ্রীনিবাসের ট্রায়াল নেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছে সাই।

English summary
Another Kambala runner breaks Usain Bolt's record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X