For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্ঘটনায় নাম জড়াল অর্জুন পুরস্কার জয়ী র‌্যালি ড্রাইভার গৌরব গিলের

অর্জুন পুরস্কার জয়ী র‌্যালি ড্রাইভার গৌরব গিল ও অপর চালকের বিরুদ্ধে দুর্ঘটনায় এক দম্পতি ও তাদের পুত্র সন্তানকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে। একই পরিবারের ওই তিন জনেরই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অর্জুন পুরস্কার জয়ী র‌্যালি ড্রাইভার গৌরব গিল ও অপর চালকের বিরুদ্ধে দুর্ঘটনায় এক দম্পতি ও তাদের পুত্র সন্তানকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে। একই পরিবারের ওই তিন জনেরই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় ম্যাক্সপেরিয়েন্স, মাহিন্দ্রা, জেকে টায়ার্স, এমআরএফ টায়ার ও ভারতের ফেডারেশন অফ মোটর স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলেও জানা গেছে।

দুর্ঘটনায় নাম জড়াল অর্জুন পুরস্কার জয়ী র‌্যালি ড্রাইভার গৌরব গিলের

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজস্থানের বারমিরে ন্যাশনাল র‌্যালি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন অর্জুন পুরস্কার জয়ী গৌরব গিল। সেই সময় তাঁর ও অপর ড্রাইভার এম শরিফের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে অভিযোগ। দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দা নরেন্দ্র কুমার, তাঁর স্ত্রী পুষ্পা দেবী এবং ছোট ছেলে জীতেন্দ্রর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। মৃত দম্পতির বড় ছেলে রাহুল জানিয়েছে, তার বাবা-মা, ভাইকে নিয়ে রাস্তার ধারে মোটরসাইকেল দাঁড় করিয়ে কথা বলছিলেন। সেই সময় গৌরব গিলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে বলে অভিযোগ। পিছনে থাকা আরও একটি গাড়ি তিন জনকেই পিষে দেয় বলেও অভিযোগ। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর মৃতদের পরিবার সদস্যরা দেহগুলি আটকে রেখে রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণ ও সরকারি চাকরির দাবি করে। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যথাযথ সুরক্ষা-কবচ ছাড়াই বারমিরে এই রেস আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। উদ্যোক্তারা এ ব্যাপারে পুলিশকে সহায়তা করছে না বলেই খবর।

English summary
Arjuna awardee racer Gaurav Gill booked in connection with accident claims 3 lives
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X