For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুটিং-এ জোড়া পদক, কাবাডিতে দারুন জয়, আজ নামছেন দীপা কর্মকার

এশিয়াডের তৃতীয় দিনে ভারত ইতিমধ্যেই বেশ সাফল্য অর্জন করেছে। শুটিং-এ এসেছে জোড়া পদক। কবাডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল জয় পেয়েছেন ভারতীয় মহিলারা। 

Google Oneindia Bengali News

তৃতীয় দিনে পড়ল এশিয়াড ২০১৮। শুটিং থেকে এল ফের দুটি পদক। অন্যদিকে ভারতীয় মহিলা কাবাডি দল উড়িয়ে দিল শ্রীলঙ্কাকে। তবে এখনও পর্যন্ত বাকি ইভেন্টগুলিতে হারই হয়েছে ভারতীয় খেলোয়াড়দের। এরই মধ্যে চমকে দিয়েছেন ভারতীয় রোয়াররা।

শুটিং-এ জোড়া পদক, কাবাডিতে দারুন জয়, আজ নামচেন দীপা কর্মকার

তৃতীয় দিনে এখনও পর্যন্ত ভারতীয় দলের জন্য সবচেয়ে বড় খবর ১০ মিটার এয়ার পিস্তলে সোনা ও ব্রোঞ্জ দুই পদকই পেয়েছেন দুই ভারতীয় শুটার সৌরভ চৌধুরি ও অভিষেক ভার্মা।

সোমবার ভারতীয় পুরুষ কাবাডি দলের অপ্রত্যাশিত হার হয়েছে। প্রায় ২৮ বছর পর এশিয়াডে কোনও ম্যাচ হেরেছে ভারতীয় দল। কিন্তু মহিলাদের কাবাডি দল তাদের আধিপত্য বজায় রাখল। মঙ্গলবার তাদের খেলা ছিল শ্রীলঙ্কার সঙ্গে। গেমসের প্রথমদিন ঠিক যেই ছন্দে তারা হারিয়েছিল জাপানকে, ঠিক সেই ছন্দেই ৩৮-১২ ফলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ভারতীয় মহিলা কাবাডি দল। প্রথম থেকেই দাপট দেখিয়েছে ভারতীয় দল, বিরতিতে তারা এগিয়ে ছিল ২৩-৪ ফলে।

সাফল্য এসেছে সাঁতারের পুলেও। ৫০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে উঠেছেন দুই ভারতীয় সাঁতারু বিক্রম খাড়ে ও আনসুল কোঠারি। দিজনেই নিজের নিজের হিটে প্রথম স্থান পেয়েছেন। ফাইনালে এই দুজনের একজন অন্তত পদক আনতে পারেন বলে আশা করছে ভারতীয় দল।

সবাইকে চমকে দিয়ে সাফল্য পেয়েছেন ভারতীয় রোয়াররাও। রোয়িং-এ পুরুষদের সিঙ্গল স্কাল ফাইনালে উঠেছেন দাত্তু ভোকানেল। অন্যদিকে সংযুক্তা দুং ও হরপ্রীত কাউর-এর জুটি মহিলাদের পেয়ার রোয়িং-এর ফাইনালে উঠেছেন।

[আরও পড়ুন:এশিয়ান গেমসে একই বিভাগে ২ পদক জয় ভারতের, একই সঙ্গে ঘরে এল সোনা ও ব্রোঞ্জ][আরও পড়ুন:এশিয়ান গেমসে একই বিভাগে ২ পদক জয় ভারতের, একই সঙ্গে ঘরে এল সোনা ও ব্রোঞ্জ]

তবে ভারতকে জোড়া পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাইকোন্ডোর ম্যাটে। পুরুষদের তাইকোন্ডো ৮০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের দিমিত্রি শোকিনের সামনে দাঁড়াতেই পারেননি ভারতীয় খেলোয়াড় অক্ষয় কুমার। ১-১৫ ফলে হারতে হয় তাঁকে। মহিলাদের তাইকোন্ডোতেও ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে যান ভারতীয় খেলোয়াড় কাশিশ মালিক। কোরিয়ার আহেগুম লি-এর কাছে তিনি ৮-১৭ ফলে পরাজিত হন।

[আরও পড়ুন:মাত্র ১৬ বছর বয়সে এশিয়াডে সোনা জেতা সৌরভের সম্পর্কে জেনে নিন কিছু তথ্য][আরও পড়ুন:মাত্র ১৬ বছর বয়সে এশিয়াডে সোনা জেতা সৌরভের সম্পর্কে জেনে নিন কিছু তথ্য]

হারের মুখ দেখতে হয়েছে মহিলাদের ভলিবলেও। ভিয়েতনামের বিরুদ্ধে গ্রুপ বি-এর ম্যাচে হেরে যান ভারতীয় মহিলারা। প্রথম সেট থেকেই ভিয়েতনামের সঙ্গে পেরে ওঠেনি ভারত। প্রথম সেটে ১৮-২৫ ফলে হারতে হয়। এরপর দ্বিতীয় সেটে ২২-২৫ ও তৃতীয় সেটে ১৩-২৫ ফলে ম্য়াচ হারায় ভারত।

দিনের পরবর্তী সময়ে আজ আবার শুটিং রেঞ্জে নামছেন ইতিমধ্যেই পদকজয়ী লক্ষয়। ট্র্যাপ মিক্সড ইভেন্টে তাঁর সঙ্গী শ্রেয়সী সিং। আর্টিস্টিক জিমন্যাস্টিক্স-এর কোয়ালিফিকেশন রাউন্ডে এদিন নামবেন ভারতের তারকা দীপা কর্মকার। হকিতে আজই নামছে ভারতীয় মহিলা দল। এছাড়া কুস্তিরও বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে আজ।

[আরও পড়ুন:আশ্চর্যজনক ভাবে উয়েফার বর্ষসেরার তালিকায় মেসির নাম না থাকলেও মেসি বন্দনায় পঞ্চমুখ ফুটবলপ্রেমীরা][আরও পড়ুন:আশ্চর্যজনক ভাবে উয়েফার বর্ষসেরার তালিকায় মেসির নাম না থাকলেও মেসি বন্দনায় পঞ্চমুখ ফুটবলপ্রেমীরা]

English summary
At the third day of India already bags quite success. Couple of medals have come from the Shooting range. Indian women got a huge win over Sri Lanka in Kabaddi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X