For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিন্ধু পারলেও, পারলেন না সাইনা - ছিটকে গেল ভারতীয় মহিলা ব্য়াডমিন্টন দল

বিশ্বের ২ নম্বর ইয়ামাগুচিকে, পি.ভি. সিন্ধু হারানোর পরও এশিয়ান গেমসে মেয়েদের ব্যাডমিন্টনে দলগত বিভাগ থেকে ছিটকে গেল ভারত। কোয়ার্টার ফাইনালে ভারতীয় শাটলাররা ১-৩ ব্যবধানে জাপানের কাছে পরাজিত হয়েছে।

Google Oneindia Bengali News

ইতিহাসের পুনরাবৃত্তি হল না। কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে শেষ পর্যন্ত ৩-১ ফলে হেরে পদকের লড়াই থেকে ছিটকে গেল ভারত। প্রথম ম্যাচে বিশ্বের ২ নম্বর ইয়ামাগুচিকে হারিয়ে ভারতকে ১-০ এগিয়ে দিয়েছিলেন পিভি সিন্ধু। কিন্তু তারপর প্রথমে ডাবলস দল ও সিঙ্গলস ম্যাচে সাইনা নেহওয়াল তা ধরে রাখতে পারলেন না।

সিন্ধু পারলেও, পারলেন না সাইনা

২০১৪-তে ইঞ্চেয়ন এশিয়াডে ব্যাডমিন্টনে মেয়েদের দলগত বিভাগে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছিল ভারত। কিন্তু এবার আর সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল না। অথচ প্রথম ম্যাচে শক্তিশালী আকানে ইয়ামাগুচিকে ২১-১৮, ২১-১৯ ফল হারিয়ে দিয়েছিলেন সিন্ধু।

(আরও পড়ুন - মেন ট্র্যাপ ফাইনালেও ভারতের পদক, রুপো জয় ভারতের লক্ষ্যের)(আরও পড়ুন - মেন ট্র্যাপ ফাইনালেও ভারতের পদক, রুপো জয় ভারতের লক্ষ্যের)

এরপর জাপানের ইয়ুকি ফুকুসিমা ও সায়কা হিরোতার বিরুদ্ধে একেবারে উড়ে যান ভারতের ডাবলস জুটি এন সিক্কি রেড্ডি ও আরতী সুনীল। ম্যাচের শুরু থেকেই একের পর এক আনফোর্সড এরর করে ম্যাচ থেকে হারিয়ে যায় ভারতীয় জুটি। প্রথম সেটে তাও ফল হয়েছিল ১৫-২১। কিন্তু দ্বিতীয় সেটে বলা যায় দাঁড়াতেই পারেননি ভারতীয়রা। ৬-২১ ফলে হারেন তাঁরা। ফলে জাপান ১-১ ফলে সমতা ফেরায়।

সিন্ধু পারলেও, পারলেন না সাইনা

শেষ সিঙ্গলস-এ ভারতকে সেমিফাইনালের লড়াইতে রাখার গুরুদায়িত্ব পড়েছিল আরেক ভারতীয় তারকা সাইনা নেহওয়ালের উপর। তাঁর বিপক্ষে নামেন নোজোমি ওকুহারা। ওকুহারা তাঁর খেলায় যেখানে আগাগোড়াই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন, সেখানে সাইনা প্রথম থেকেই আনফোর্সড এরর-এর রোগে ভুগেছেন।

(আরও পড়ুন - ইতিহাস গড়ার সেই দিন - এশিয়াডের টিম কোয়ার্টার ফাইনালেও জিতলেন পিভি সিন্ধু)(আরও পড়ুন - ইতিহাস গড়ার সেই দিন - এশিয়াডের টিম কোয়ার্টার ফাইনালেও জিতলেন পিভি সিন্ধু)

প্রথম সেট ১১-২১ ফলে হারানোর পর অসাধারণ লড়াইয়ে ম্যাচে ফিরেছিলেন সাইনা। চারটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ২৫-২৩ ফলে দ্বিতীয় সেটটি দখল করেন সাইনা। কিন্তু শেষ সেটে আবার ছন্দ হারান তিনি। ১৬-১৬ পয়েন্ট থেকে পর পর ৫টি পয়েন্ট হারিয়ে বসেন সাইনা। ১ ঘন্টা ১১ মিনিটের লম্বা ম্যাচে শেষ সেটে ওকুহারার কাছে ১৬-২১ পয়েন্টে হারতে হয় তাঁকে।

সিন্ধু পারলেও, পারলেন না সাইনা

টিকে থাকতে গেলে রাবারের শেষ ডাবলস ম্যাচে ভারতকে জিততেই হত। সেই ম্যাচে ভারতের সম্মানরক্ষায় নেমেছিলেন সিন্ধু ও অশ্বিনী পনাপ্পার জুটি। কিন্তু মিসাকি মাতসুতোমো ও আয়াকা তাকাহাশির বিশেষজ্ঞ ডাবলস জুটির সলিড ডিফেন্স ভেদ করতে বেগ পান ভারতীয় শাটলাররা। ১৩-২১, ১২-২১ ফলে হেরে যান তাঁরা। একই সঙ্গে শেষ হয়ে যায় ভারতের মেয়েদের দলগত বিভাগে পদক জয়ের স্বপ্ন।

(আরও পড়ুন - ধাবার কর্মী থেকে ভারতের কবাডি তারকা, বিস্ময়কর উত্থান এই সোনার মেয়ের)(আরও পড়ুন - ধাবার কর্মী থেকে ভারতের কবাডি তারকা, বিস্ময়কর উত্থান এই সোনার মেয়ের)

English summary
Even after the fantastic win of PV Sindhu against world number 2 Yamaguchi, India crashed out of the Asian Games women's badminton team event. In the quarterfinals, Indian shuttlers have lost to Japan by 1-3.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X