For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবার চোট! এশিয়ান গেমসে আশা প্রায় শেষ জিমন্যাস্টিক্স-এর সোনার মেয়ে দীপার

এশিয়াড ২০১৮-র অনুশীলনে ফের চোট পেলেন ভারতের তারকা জিমন্যাস্ট দীপা কর্মকার। যার জন্য তিনি ব্যর্থ হলেন ভল্ট ফাইনালে উঠতে। মহিলাদের দলগত ইভেন্টের ফাইনালেও নামতে পারবেন না।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার এশিয়ান গেমসের তৃতীয় দিনে বেশ কয়েকটি পদক ঘরে তুললেও ভারতের জন্য একটি দুঃসংবাদও এসেছে। ডান হাঁটুর পুরনো চোটের জায়গাতেই ফের আঘাত পেয়েছেন জিমন্যাস্ট দীপা কর্মকার। ফলে ব্যাক্তিগত ভল্ট ইভেন্টে ফাইনালে উঠতে ব্যর্থ হন তিনি। বুধবার মহিলাদের টিম অ্যান্ড অ্যাপারেটাস ফাইনালেও অংশ নিতে পারবেন না তিনি। এশিয়ান গেমস ২০১৮-এ তাঁর এখন একমাত্র ভরসা ব্যক্তিগত বিম ইভেন্ট।

আবার চোট! এশিয়ান গেমসে আশা প্রায় শেষ জিমন্যাস্টিক্স-এর সোনার মেয়ে দীপার

মঙ্গলবার মহিলাদের টিম অ্যান্ড অ্যাপারেটাস ফাইনালের কোয়ালিফায়ার রাউন্ডে নামার জন্য প্রস্তুতি নিতে গিয়ে চোট পান দীপা। অনুশীলনের সময়ে একটি ল্যান্ডিং-এর সময়ে ডান হাঁটুতে চোট পান তিনি। ওই একই জায়গায় চোট পাওয়ার জন্য এর আগে দীপাকে অপারেশন করাতে হয়েছিল। যার জন্য প্রায় দু বছর কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি তিনি।

জানা গিয়েছে দিল্লিতে জাতীয় শিবিরে দীপা ফোমের পিটে অনুশীলন করতেন। কিন্তু এশিয়াডে অনুশীলনের জন্য হার্ড পিট দেওয়া হচ্ছে। তাতেই সমস্যা হয়েছে। তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী জানিয়েছেন, 'অনুশীলনে ল্যান্ডিং-এর সময় ও হাঁটুতে চোট পায়। তারপর থেকে ও ভাল করে দৌড়তেই পারছিল না। তাই ইভেন্টের আগে থেকেই ও উদ্বিগ্ন ছিল।'

তিনি জানিয়েছেন হাঁটুর যন্ত্রনার জন্য দীপা বুধবার দলগত বিভআগের ফাইনালে অংশ নিতে পারছেন না। তবে দিন কয়েক বিশ্রাম পেললেই তিনি সুস্থ হয়ে যাবেন বলে দীপার ভক্তদের আশ্বস্তও করেছএন তিনি। জানিয়েছেন ডাক্তাররা দীপাকে ওষুধপত্র দিয়েছেন। কাজেই চিন্তার কিছু নেই। তবে আপাতত বিশ্বেশ্বর দীপাকে তাঁর সিগনেচার প্রোদুনোভা ভল্ট করতে দিচ্ছেন না। এবছরের শেষ থেকে হয়ত দীপা আবার এই ভল্ট অনুশীলন শুরু করবেন।

তাতেও অবশ্য ভারতের ক্রীড়াপ্রেমীদের উদ্বেগ দূর হচ্ছে না। সদ্যই চোট সারিয়ে পিরেছিলেন দীপা। তুরস্কে ফিগ আর্টিস্টিক জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্য়ালেঞ্জ কাপে স্বর্ণ পদক জিতে ভক্তদের প্রত্যাশাও বাড়িয়ে তুলেছিলেন। কিন্তু আবার একই জায়গায় চোট পেলেন তিনি। টোকিও অলিম্পিক আর মাত্র ২ বছর দূরে। তার আগে তিনি একেবারে সুস্থ হয়ে যান এটাই চাইছে দেশ।

English summary
India's star gymnast Dipa Karmakar got injured again during a practice session of asiad 2018. For which she failed to get to the Vault final. Also she is missing the Women's team event final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X