For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়াড ফাইনালে ওঠার আনন্দ ম্লান, বন্যায় নিখোঁজ সাঁতারুর পরিবার

রবিবার সাজন প্রকাশ ২০০ মিটার বাটারফ্লাই স্ট্রোক সাঁতারের ফাইনালের যোগ্যতা অর্জন করেন। কিন্তু পরিবারের সঙ্গে সেই আনন্দ তিনি ভাগ করে নিতে পারেননি। বন্যা বিধ্বস্ত কেরালায় নিখোঁজ তাঁর পরিবার। 
 

Google Oneindia Bengali News

এশিয়ান গেমস ২০১৮-য় সাঁতারে ২০০ মিটার বাটারফ্লাই স্ট্রোকের ফাইনালে উঠেছিলেন সাজন প্রকাশ। ১৯৮৬ সালে খজন সিং-এর পর থেকে যে কৃতিত্ব কোনও ভারতীয়ের নেই। কিন্তু তারপরেও আনন্দে মাততে পারেননি তিনি। বন্যা বিধ্বস্ত কেরলে তাঁর পরিবারের কোনও খোঁজ মিলছে না।

এশিয়াড ফাইনালে ওঠার আনন্দ ম্লান সাঁতারুর

কেরলের ইদ্দুকি জেলায় মামার বাড়ি ২৪ বছরের সজন প্রকাশের। পেরিয়ার নদীর উপর ইদ্দুকি বাঁধের কাছেই তাঁদের বাড়ি। গত সপ্তাহে প্রায় বছর ২৫ পর প্রথমবার খুলে দিতে হয়েছে ইদ্দুকি বাঁধের স্লুইস গেট। বন্যায় ভেসে গিয়েছে আশপাশের এলাকা।

সাজন জানিয়েছেন, তিনি খবর পেয়েছেন তাঁর দিদিমা, মামাদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্ত তাঁরা ঠিক কোথায় আছেন, তার কোনও খোঁজ নেই। তাঁর ইভেন্টে মনোসংযোগের যাতে অভাব না ঘটে তার জন্য সাজনের মা অনেক দিন ধরে তাঁর কাছে চেপে গিয়েছিলেন কেরলের বন্যার কথা।

মামাদের পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়ার পরই তাঁকে সবটা জানান তাঁর মা। একে ইভেন্টের টেনশন তার উপর এই খবরে রাতের ঘুম উড়ে গিয়েছিল সজনের। রবিবার ছিল তাঁর ইভেন্ট। তার আগে শনিবার রাতটা বিনিদ্রাতেই কেটেছে তাঁর। তারপরেও ফাইনালে ওঠা আটকায়নি।

ফাইনালেও নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলেন সজন প্রকাশ। ১:৫৭.৭৫ মিনিট সময় করে গড়েন জাতীয় রেকর্ডও। কিন্তু তাতেও ইতিহাস গড়া হল না তাঁর। ১৯৮৬-তে খজন সিং রুপো জিতেছিলেন। সজনকে কিন্তু খালি হাতেই ফিরতে হল। ফাইনালের ক্রমতালিকায় তিনি পেয়েছেন পঞ্চম স্থান।

English summary
On Sunday Sajan Prakash qualified in a 200-meter butterfly stroke swimming final. But he can't share his joy with his family as he had no clue about the whereabouts of his family in flood-affected Kerala.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X