For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়ান গেমস ২০১৮ - এগোলেন শুটাররা, কাবাডিতে সহজ জয় ভারতীয় মহিলাদের

রবিবার সকাল থেকে শুরু হয়েছে ১৮তম এশিয়ান গেমসের প্রতিযোগিতা। এখানে এখন পর্যন্ত বিভিন্ন ইভেন্টে ভারতীয় অ্যাথলেটিকদের ফলাফল দেওয়া হল।

Google Oneindia Bengali News

রবিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে ১৮তম এশিয়ান গেমসের। রবিবার সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। প্রথমদিনই ভারতীয় খেলোয়াররা নামছেন বিভিন্ন ইভেন্টে। তবে প্রথম দিনই পদক আনার বিষয়ে ভারতের ভরসা শুটার ও কুস্তিগিররা।

এশিয়ান গেমস ২০১৮ - এগোলেন শুটাররা, কাবাডিতে সহজ জয় ভারতীয় মহিলাদের

এদিন ভারতীয় সময় সকাল ৭টায় শুটিং-এ মহিলাদের ট্র্যাপ ইভেন্টের কোয়ালিফায়ার রাউন্ডে নামেন সীমা তোমর ও শ্রেয়সী সিং। দ্বিতীয় রাউন্ডের শেষে সীমা ক্রমতালিকায় ৫ নম্বরে ও শ্রেয়সী ৮ নম্বরে রয়েছেন।

অন্যদিকে পুরুষদের শুটিং-এ ট্র্যাপ ইভেন্টের কোয়ালিফায়ারে প্রথম রাউন্ডের শেষে ভারতীয় শুটার মানবজীত সিং সাঁধু ২৫ স্কোর নিয়ে ক্রমতালিকায় ১ নম্বরে আছেন। এই ইভেন্টেই অপর ভারতীয় শুটার লক্ষয় লক্ষয় আছেন ৫ নম্বরে।

১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ফাইনালে উঠেছেন ভারতের অপূর্বী চান্ডেলা ও রবি কুমার। চার রাউন্ডের শেষে মোট ৮৫৩.৩ পয়েন্ট নিয়ে তাঁরা কোয়ালিফায়ার রাউন্ডে দ্বিতীয় স্থান পেয়েছেন।

মহিলাদের কাবাডিতে প্রথম রাউন্ডে জাপানের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। খেলায় প্রথম থেকেই ভারতীয় মহিলারা আধিপত্য নিয়ে শুরু করেছিলেন। তবে ফার্স্ট হাফের মাঝামাঝি সময়ে খেলায় ফিরেও এসেছিল জাপান। তবে শেষ অবধি ১৯-৮ ফলে প্রথমার্ধে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে জাপান আর খেলায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ৪৩-১২ ফলে ভারত জিতে গিয়েছে।

সাঁতারের পুলে এদিন পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলের হিটে নেমেছিলেন ভারতীয় সাঁতারু সৌরভ সাঙভেকর। ১মিনিট ৫৪.৮৭ সেকেন্ড সময় নিয়ে তিনি হিটে দ্বিতীয় স্থান পেয়েছেন।

মেয়েদের বাস্কেটবলে ভারত মুখোমুখি হয়েছে চাইনিজ তাইপেইয়ের। ফার্স্ট কোয়ার্টারে ভারত ১৮-১৭ ফলে পিছিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারের শেষে, হাফটাইমে ভারত ৩৩-২৮ ফলে পিছিয়ে আছে।

English summary
The opening ceremony of the Asian Games 2015 in Jakarta will be held tomorrow. Find out its time, schedule and where you can watch it.
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X