For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ হল আরও এক পদক জয়ের স্বপ্ন - প্রথম রাউন্ডেই পরাজিত সুশীল কুমার

এশিয়ান গেমসে ৭৪ কেজি ফ্রিস্টাইল কুস্তির প্রথম রাউন্ডেই পরাজিত হলেন ভারতের তারকা কুস্তিগীর সুশীল কুমার। শেষ হল তাঁর স্বর্ণপদক জেতার স্বপ্ন। 

Google Oneindia Bengali News

তিনি ভারতের দুইবারের অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর। এবছর কমনওয়েলথ গেমসে সোনাও জিতেছিলেন। তাই তাঁর কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা ছিল ভারতবাসীর। কিন্তু ভারতের পদক জয়ের আশায় বড় ধাক্কা দিয়ে ৭৪ কেজি ফ্রিস্টাইল কুস্তির প্রথম রাউন্ডেই হেরে গেলেন সুশীল সিং।

সুশীল কুমারের সোনা জেতার স্বপ্নের সমাধি

প্রথম রাউন্ডেই বাহারিনের কুস্তিগীর অ্যাডাম বাতিরভের কাছে ৫-৩ ফলে হেরে যান ভারতের এই তারকা। একেবারে শুরুতে এগিয়ে গেলেও বাতিরভের বিরুদ্ধে কিন্তু বাউটের কোনও পর্যায়েই স্বমূর্তিতে ছিলেন না সুশীল। এই ৩৫ বছরের কুস্তিগীর হাঁটুর নিয়ে অস্বস্তিতে রয়েছেন বলে মনে হয়েছে।

প্রথম রাউন্ডে হারার পর আর রুপ্যাচেজ রাউন্ডে ফিরে আসার সুযোগও পাননি সুশীল। কারণ তাঁকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে হেরে যান বাতিরভ। কুস্তির নিয়ম অনুসারে যদি বাতিরভ ফাইনালে উঠতেন, তাহলে অন্তত রুপ্যাচেজ রাউন্ডে ব্রোঞ্জ জেতার সুযোগ পেতেন সুশীল।

ফলে এশিয়ান গেমসের সোনা অধরাই থেকে গেল সুশীল সিং-এর। এই গেমসে কোনওদিনই সুবিধা করে উঠতে পারেননি দুইবারের অলিম্পিক পদকজয়ী। ২০০৬-এর দোহা এশিয়াডে একবার ব্রোঞ্জ পদক জয় ছাড়া বলার মতো কোনও পারফরম্যান্স নেই সুশীলের।

এশিয়ান গেমসের আগে কিন্তু অন্যান্য ভারতীয় কুস্তিগীরদের মতো ট্রায়ালে অংশ নেননি তিনি। বরং জর্জিয়ায় গিয়ে বিশেষ ট্রেনিং নিয়েছিলেন। এবছরের শুরুতে গোল্ডকোস্টে আয়োজিত কমনওয়েল্থ গেমসেও সোনা জিতে প্রত্যাশা বাড়িয়েছিলেন সুশীল কুমার। ইভেন্টে নামার আগেও যতেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন তিনি। হুঙ্কার দিয়েছিলেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। কিন্তু রবিবার ম্যাটে অন্য ছবিই ধরা পড়ল। নিজের সেরা ফর্মের ধারে কাছেও ছিলেন না তিনি।

English summary
Indian star wrestler Sushil Kumar has lost in the first round of 74kg freestyle wrestling in Asian Games. His dream to win Gold medal has come to an end.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X