For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়ান গেমস ২০১৮-র মশাল রিলে হয়ে গেল দিল্লিতে, ইন্দোনেশিয়ায় বসবে এবারের আসর

এশিয়ান গেমস ২০১৮-র জন্য মশাল নিয়ে রিলে হয়ে দিল্লিতে। উপস্থিত ছিলেন পিআর রাজেশ, সর্দার সিং, জিতু রাই, শরৎ কমল থেকে শুরু করে খ্যাতনামা ক্রীড়া ব্যক্তিত্বরা।

  • |
Google Oneindia Bengali News

এশিয়ান গেমস ২০১৮-র জন্য মশাল নিয়ে রিলে হয়ে দিল্লিতে। উপস্থিত ছিলেন পিআর রাজেশ, সর্দার সিং, জিতু রাই, শরৎ কমল থেকে শুরু করে খ্যাতনামা ক্রীড়া ব্যক্তিত্বরা। ন্যাশনাল স্টেডিয়াম থেকে ইন্ডিয়া গেল পর্যন্ত রিলে হয়।

এশিয়ান গেমস ২০১৮-র মশাল রিলে হয়ে গেল দিল্লিতে, ইন্দোনেশিয়ায় বসবে এবারের আসর

১৯৫১ সাল এই দিল্লিতেই প্রথম এশিয়ান গেমসের আসর বসেছিল। সেখান থেকেই এবারের গেমসের জন্য মশাল রিলে শুরু হল। এই অনুষ্ঠান দুই দেশকে আরও কাছাকাছি আনবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার এশিয়ান গেমস আয়োজক কমিটির চেয়ারম্যান এরিক থোহির।

দিল্লিতে অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার খ্যাতনামা ব্যাডমিন্টন খেলোয়াড় সুসি সুসান্তি মশাল তুলে দেন ভারতের মেরি কমের হাতে। ভারতের তরফে মনিকা বাত্রা, কমল, সর্দার সিংদের উপস্থিতি অনুষ্ঠানকে অন্য মাত্রা দিয়েছে।

আগামী ১৮ অগাস্ট জাকার্তার এশিয়ান গেমসের আসর বসবে। তার আগে ৫৪টি শহরে মশাল ঘুরবে। গেমস চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। এবছর ১৬, ৯২০ জন অ্যাথলিট ও অফিসিয়াল গেমসে অংশ নেবেন। ৪০ ধরনের খেলায় মেডেলের দৌড়ে ঝাঁপাবেন সকলে।

[আরও পড়ুন: এশিয়ান গেমস ২০১৮-র মশাল রিলে হয়ে গেল দিল্লিতে, ইন্দোনেশিয়ায় বসবে এবারের আসর][আরও পড়ুন: এশিয়ান গেমস ২০১৮-র মশাল রিলে হয়ে গেল দিল্লিতে, ইন্দোনেশিয়ায় বসবে এবারের আসর]

English summary
Asian Games 2018 torch relay happened at Delhi, game will be happened in Indonesia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X