For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে আরও একটি পদক দিলেন হীনা সিধু, ব্রোঞ্জ এল ১০ মিটার এয়ার পিস্তলে

এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের শুটার হীনা সিধু।

Google Oneindia Bengali News

এশিয়ান গেমসে আরও একটি পদক পেলেন শুটার হীনা সিধু। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জিতলেন তিনি। একই ইভেন্টে অবশ্য ফের হতাশ করেছেন তরুন প্রতিভা মনু ভাকের। তিনি পঞ্চম স্থানে শেষ করেন। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে হীনা তিনটি পদক পেলেন। শুটিং ভারতকে দিল নবম পদক। এবারের গেমসে এখন পর্যন্ত ভারতের পদক সংখ্যা ২৩।

 ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন হীনা সিধু

এদিন শুরুটা অবশ্য মোটেই ভাল হয়নি হীনার। প্রথম স্টেজে মাত্র ৯৬.৭ পয়েন্ট স্কোর করে তিনি সপ্তম স্থানে ছিলেন। দ্বিতীয় ধাপের প্রথম শটে ৯.৮ স্কোর করেন। ১১৭.১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই থেকে যান। ফলে পরের রাউন্ডেই প্রতিযোগীতা থেকে তাঁর ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি
হয়েছিল।

কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে যেতেই দারুনভাবে খেলায় ফিরে আসেন কমনওয়েল্থ গেমসের স্বর্ণপদক জয়ী হীনা। তৃতীয় রাউন্ডে ১০.৬ এবং চতুর্থ রাউন্ডে ১০.৩ স্কোর করে উঠে আসেন চতুর্থ স্থানে। ছন্দটা পেয়ে যেতেই আর পিছনে তাকাননি তিনি। একের পর এক বড় স্কোর করে ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করেন।

এরপর ১০.৮ পয়েন্টের একটি শট মেরে রুপো জয়ের খুব কাছাকাছি চলে আসেন তিনি। মাত্র ০.১ পয়েন্টের ব্যবধান ছিল সেই সময়। রুপো জিততে শেষ রাউন্ডে ১০.২ পয়েন্ট দরকার ছিল হীনার। কিন্তু ৯.৬-এর বেশি পয়েন্ট তুলতে পারেননি তিনি। তাই ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়।

সব মিলিয়ে তিনি ২১৯.২ পয়েন্ট তোলেন। তাঁর এই জয়ের ফলে শুদুমাত্র শুটিং থেকেই ৯টি পদক এল ভারতের ঘরে। এখন পর্যন্ত সব মিলিয়ে ২৩ টি পদক জিতেছে ভারত। অবশ্য হীনা সিধুর ব্রোঞ্জ জয়ের দিনে আরও একবার হতাশ করেছেন ভারতের তরুণ শুটার মানু ভাকের। ১৭৬.২ পয়েন্ট নিয়ে ১৬ বছরের বাকের শেষ করেন পঞ্চম স্থানে। ভাকেরকে কিন্তু এই গেমস-এ এখনও পর্যন্ত নিজের সেরা ফর্মের ধারে কাছে দেখা যায়নি।

English summary
Indian shooter Heena Sidhu has won a bronze medal in women's 10m air pistol event in Asian Games. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X