For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়ান পারা গেমস ২০১৮, শাটলাররা জিতল আরও দুই সোনা, ভারত শেষ করল ৭২ মেডেলে

শাটলাররা আরও দুটি সোনা জেতায় এশিয়ান প্যারা গেমস ২০১৮-তে ৭২ টি মেডেল জিতে শেষ করল ভারত।

  • |
Google Oneindia Bengali News

শনিবার শেষ হল এশিয়ান প্য়ারা গেমস ২০১৮। গেমসের শেষ দিনও বারতের হয়ে আরও দুটি সোনা জিতে নিলেন শাটলার তরুণ ধিলঁ ও প্রমোদ ভগত। ফলে ভারত রেকর্ড ৭২টি মেডেল জিতে শেষ করল গেমস। এটিই এই ইভেন্টে ভারতের সেরা ফল।

এশিয়ান পারা গেমস ২০১৮, ভারত শেষ করল ৭২ মেডেলে

সবমিলিয়ে ভারত গেমসের পদকতালিকায় নবম স্থানে আছে। মোট ১৫টি সোনা জিতেছে ভারত। এছাড়া পদকের ঝুলিতে রয়েছে আরও ২৪টি রুপো ও ৩৩টি ব্রোঞ্জ। এর আগের ২০১৪-র গেমসে ভারত মাত্র ৩৩টি মেডেল পেয়েছিল। সোনা এসচিল মাত্র ৩টি। আর রুপো ১৪টি ও ব্রোঞ্জ ১৬টি।

পুরুষদের সিঙ্গলস এসএল৩ ব্যাটমিন্টন বিভাগের ফাইনালে ইন্দোনেশিয়ার উকুন রুকায়েন্ডি ২১-১৯, ১৫-২১, ২১-১৪ গেমে হারিয়ে সোনা জেতেন ভারতের প্রমোদ ভগত।

আরও এক প্যারা শাটলার তরুণ ভারতের পদক তালিকায় আরও একটি সোনা জোড়েন। এসএল৪ বিভাগে চিনের ইউ ইয়াং গাওকে ২১-১৬, ২১-৬য়ে হারান।

ক্রীড়া জগতে এশিয়ার মধ্যে এগিয়ে থাকা চিনই প্যারা গেমস-এও একনম্বরেই রয়েছে। তাঁদের জেতা স্বর্ণপদকের সংখ্যা ১৭২। এছাড়া ৮৮টি রূপো ও ৫৯টি ব্রোঞ্জ নিয়ে মোট ৩১৯টি পদক জিতেছে। এরপরেই আছে দক্ষিণ কোরিয়া (সোনা- ৫৩, রূপো- ২৫, ব্রোঞ্জ - ৪৭)। তিন নম্বরে আছে ইরাণ (সোনা- ৫১, রূপো- ৪২, ব্রোঞ্জ - ৪৩)।

English summary
Shuttlers have won two more gold as India ends with 72 medals in Asian Para Games 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X