For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী বাংলার স্বপ্নার হাত ধরে অনন্য নজির ভারতের

১৯৮৯ সালে ২২টি পদক অর্জনই ছিল ভারতীয় অ্যাথলেটিকসদের সেরা পারফরম্যান্স। এবার সেই কৃতিত্ব ছাপিয়ে গেলেন ভারতীয় অ্যাথলেটিকসরা।

Google Oneindia Bengali News

এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বাংলার স্বপ্না বর্মন। রবিবার হেপ্টালথনে সোনা জিতে অনন্য কৃতিত্বের অধিকারী হলেন তিনি। অর্জন করে নিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা। এদিন স্বপ্নার পাশাপাশি অর্চনা যাদবও ভারতকে গৌরবান্বিত করেন। ৮০০ মিটার দৌড়ে সোনা জেতেন তিনি। তিনিও বিশ্বচ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেছেন। দুই অ্যাথলেটিকসের হাত ধরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে এবারই সেরা পারফরমেন্স মেলে ধরল ভারত।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী বাংলার স্বপ্না,

এবার ৯টি সোনা-সহ ২টি পদক পেল ভারত। এর আগে ১৯৮৯ সালে ২২টি পদক অর্জনই ছিল ভারতীয় অ্যাথলেটিকসদের সেরা পারফরম্যান্স। এদিন সেই কৃতিত্বকে ছাপিয়ে গেলেন স্বপ্না-অর্চনারা। তাঁদের সামনে এবার বিশ্ব অ্যাথলেটিকসে পদক জয়ের স্বপ্ন। বাংলার স্বপ্না এখন থেকেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকের স্বপ্ন দেখছেন। অর্চনারও নজর বিশ্ব চ্যাম্পিয়নশিপে।

এবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বসেছিল এশিয়ান অ্যাথলেটিকসের আসর। সেই আসর থেকে এদিন কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক পদক অর্জন করেন অর্চনা। মাত্র দু'মিনিট ৫ সেকেন্ডে তিনি ৮০০ মিটির ল্যাপ শেষ করেন। হারিয়ে দেন নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার কোনালিকে। এই ইভেন্টে বাংলার প্রতিযোগী লিলি দাস পাঁচ নম্বরে শেষ করেন। তাঁর সময় ছিল ২ মিনিট ৫.৪৯ সেকেন্ড। পুরুষদের ৮০০ মিটারে ভারতের হয়ে ব্রোঞ্জ এনে দিয়েছেন জিনসন জনসন। তিনি মাত্র ১ মিনিট ৫০ সেকেন্ড সময়ে ৮০০ মিটার শেষ করেন।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী বাংলার স্বপ্না,

বাংলার স্বপ্না এখন দেশের 'সেরা' হেপ্টাথলিট। জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামে তাঁর জন্ম। বাবা ঠেলাগাড়ি চালান। অভাবের সংসার। সেই প্রতিকূলতার মধ্যে থেকেউ বছর উনিশের স্বপ্না এখন স্বপ্ন দেখাচ্ছেন ভারতেকে। গত চার বছরে তিনি রাজ্য চ্যাম্পিয়ন, জাতীয় চ্যাম্পিয়ন, জাতীয় গেমসে চ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন করেছেন। এশিয়াডে অংশগ্রহণ করেছেন। এবার এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ থেকে নিয়ে এলেন স্বর্ণপদক। এখনও সামনে অনেক পথ পড়ে রয়েছে চলার। সবথেকে বড় বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবার অংশ নেবেন দেশের 'সেরা' অ্যাথলিট স্বপ্না।

English summary
Swapna Barman of Bengal wins gold medal in Asian athletics championship. It is best Performance of India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X