For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ, বিশ্রামে তিন তারকা, তরুণ ভারতীয় দলের নেতৃত্বে প্রণয়

ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ, টং ইউন কাই কাপ ২০১৯-এ এইচএস প্রণয় ১৩ সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন।

Google Oneindia Bengali News

এশিয়া মিক্সড টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ বা টং ইউন কাই কাপ ২০১৯-এ ১৩ সদস্যের দল পাঠাচ্ছে ভারত। ৭ মহিলা সদস্য ও ৬ পুরুষ সদস্যের দলের নেতৃত্ব দেবেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক বিজয়ী এইচএস প্রণয়। ভারতের তিন তারকা সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু ও কিদম্বি শ্রীকান্তকে বিশ্রাম দেওয়া হয়েছে।

ভারতীয় দলের নেতৃত্বে এইচএস প্রণয়

গত মাসে জাতীয় চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্স অনুযায়ী দল বাছা হয়েছে। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া জানিয়েছে, দলে তরুণ প্রতিভাদেরই বেশি সুযোগ দেওয়া হয়েছে। মহিলা দলে আছেন অসমের তরুণ প্রতিভা অস্মিতা চালিহা ও নাগপুরের বৈষ্ণবী ভালে। পুরুষদের দলে প্রণয় ছাড়াও আছেন জাতীয় চ্যাম্পিয়ন সৌরভ ভার্মা।

মোট ১১টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। দলগুলিকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ বি-তে ভারতের সঙ্গে আছে চিনা তাইপেই ও সিঙ্গাপুর। গ্রুপ থেকে সেরা দুই দল ফাইনালে উঠবে। গত বছর ভারত এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল। অল্পের জন্য থাইল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়।

ভারতীয় স্কোয়াড:

পুরুষ: এইচএস প্রণয়, সৌরভ ভার্মা, এমআর অর্জুন, শ্লোক রামচন্দ্রন, অরুণ গর্গ, সন্যাম শুক্লা।

মহিলা: অস্মিতা চালিহা, বৈষ্ণবী ভালে, শিখা গৌতম, অশ্বিনী কে ভাট, ঋতুপর্ণা পাণ্ডা, আরতী সারা সুনীল, ইউকে মিথুলা।

English summary

 HS Prannoy will be leading the 13-member Indian team at the Tong Yun Kai Cup 2019, the second edition of the Badminton Asia Mixed Team Championships.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X