For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে বেলজিয়াম, ফুটবলের ব্যর্থতা পূরণ করছে হকি

ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ হকির ফাইনালে চলে গেল বেলজিয়াম। অলিম্পিকে রূপোজয়ী বেলজিয়ামের সামনে এবার বিশ্বকাপ জয়ের হাতছানি।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ হকির ফাইনালে চলে গেল বেলজিয়াম। অলিম্পিকে রূপোজয়ী বেলজিয়ামের সামনে এবার বিশ্বকাপ জয়ের হাতছানি। গ্রুপে চ্যাম্পিয়ন হতে না পারলেও ভারতকে টেক্কা দিয়ে বেলজিয়াম পৌঁছে গেল ফাইনালে। শনিবার ভুবনেশ্বরে প্রথম সেমিফাইনালে তারা ইংল্যান্ডকে হারাল ৬-০ গোলে। তারা ফাইনাল খেলবে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি নেদারল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচের বিজয়ীর সঙ্গে।

ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে বেলজিয়াম

এদিন ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম ও ইংল্যান্ড। বিশ্বকাপ হকির সেমিফাইনালের এই ম্যাচটি পুরোপুরি একপেশে হয়। প্রথম থেকেই ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে দেয় বেলজিয়াম। একের পর এক আক্রমণ শানাতে থাকেন বেলজিয়ামের খেলায়োড়রা।

ম্যাচের অষ্টম মিনিটেই গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন টম বুন। ১৯ মিনিটে ব্যবধান বাড়ান সাইমন গুগনার্ড। ৪২ মিনিটে সেড্রিক শার্লিয়ের গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন বেলজিয়ামকে। এরপর ম্যাচের ৪৫ ও ৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পরপর দুটি গোল করে ব্যবধান বাড়ান আলেকজান্ডার হেন্ড্রিক্স। আর ম্যাচের ৫৩ মিনিটে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেবাস্তিয়ান ডকিয়ের।

৬-০ ব্যবধানে ইংল্যান্ডকে উড়িয়ে ড্যাংডেঙিয়ে ফাইনালে প্রবেশ করে বেলজিয়াম। এটাই তাদের সেরা পারফরম্যান্স। এতদিন বেলজিয়ামের সেরা পারফরম্যান্স ছিল ২০১৪ সালে। সেবার নেদারল্যান্ডসের হেগেতে আয়োজিত বিশ্বকাপ হকিতে পঞ্চম স্থান অর্জন করেছিল বেলজিয়াম। তবে এবার বেলজিয়ামের পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছে, তাদের লক্ষ্য বিশ্বকাপ জয়।

English summary
Belgium reaches world cup hockey 2018 final to defeat England. Belgium defeats England by 6-0 from first semi final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X