For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সত্যিই কী চোট পেয়েছিলেন উসেইন বোল্ট, কী বলছে বোল্টের মেডিকেল রিপোর্ট

বিশ্ব অ্যাথলেটিক্স টুর্নামেন্টের শেষ রেসে মাঝপথেই চোটের কারণে রেস শেষ করতে পারেননি বোল্ট, প্রশ্ন তুলেছিলেন অনেকই। এবার মিলল তার উত্তর।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

নিজের 'শেষ রেস' শেষ করতে পারেননি বিশ্বের দ্রুততম মানুষ। দেশের হয়ে ৪x১০০ মিটার রিলেতে মাঝপথেই ট্র্যাকে ছিটকে পড়ে যান স্প্রিন্ট কিংবদন্তি। কিন্তু কেউই তো সমালোচনার উর্ধ্বে নন। তাই উসেইন বোল্টকেও শুনতে হয়েছিল কথা। নিন্দুকরা সন্দেহ প্রকাশ করেছিলেন আদৌ কি বোল্টের কোনও চোট লেগেছে।

শেষ দৌড় শেষ করতে পারেননি বোল্ট

এবার সামনে এল বোল্টের মেডিক্যাল রিপোর্ট। এতে উল্লেখ করা করে বলা হয়েছে উসেইন বোল্টের বাঁ-পা-এর হ্যামস্ট্রিংয়ে টিয়ার রয়েছে। এই চোট সারতে প্রায় তিন মাস লাগবে। আটবারের অলিম্পিক্স সোনার পদক জয়ী সমালোচকদের মুখ বন্ধ করার জন্য নিজের টুইটার অ্যাকাউন্টে মেডিকাল রিপোর্ট পোস্টও করেছেন।

বোল্টের মেডিকেল রিপোর্ট

নিজের মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করে বোল্ট বলেছেন, 'সাধারণত আমি নিজের মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করেন না। কিন্তু যেভাবে আমার চোট নিয়ে প্রশ্ন উঠেছিল তাতে এই রিপোর্ট প্রকাশ করতে বাধ্য হলাম।'

এছাড়াও তিনি বলেছেন, ' আমি আমার ফ্যানদের কখনও ঠাকয়নি। যেভাবে আমার শেষ রেস নিয়ে সকলে উৎসাহিত ছিলেন তাঁরা যেভাবে আমায় সমর্থন করেছে তাতে আমি কৃতজ্ঞ। আমি চোট সারিয়ে নিজের জীবনের পরের পর্বে যাব, ভালবাসো এবং একা ভালবাসো।'

English summary
Bolt's injury report comes out to prove that he was really injured
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X