For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌছে পদক নিশ্চিত ভারতের অমিত-মনীশের

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে দেশের জন্য পদক নিশ্চিত করলেন ভারতের অমিত পানঘাল। তাঁর পারফরম্যান্সে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল। পানঘালের কাছ থেকে সোনা আশা করছেন ক্রীড়া প্রেমীরা।

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে দেশের জন্য পদক নিশ্চিত করলেন ভারতের অমিত পানঘাল ও মনীশ কৌশিক। তাঁদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল। জোড়া সাফল্যে খুশি দেশের বক্সিং প্রেমীরা।

শাহরুখ খান

শাহরুখ খান

সুমিয়র এশ পাসরিটা। পেশায় কৌতুক অভিনেতা, ফটোগ্রাফার। ভুরুর বাকানো অংশ থেকে মোটা ঠোট, মুখের আদল একেবারে শাহরুখ খানের মতো

অমিতের জয়

অমিতের জয়

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৫২ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ফিলিপিন্সের কার্লো পালামকে ৪-১ পয়েন্টে হারিয়েছেন অমিত পানঘাল। সেমিফাইনালে পৌঁছে অন্তত দেশের জন্য ব্রোঞ্জ নিশ্চিত করেছেন বিশ্বের দুই নম্বর বক্সিং তারকা।

প্রিয়াঙ্কা চোপড়ে

প্রিয়াঙ্কা চোপড়ে

কয়েকদিন আগে নভপ্রীত বঙ্গার ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। তার কারণ হলেন অবশ্য প্রিয়াঙ্কা চোপড়া। ভ্যাঙ্কুভারের এই ফিটনেস ব্লগার একেবারে প্রিয়াঙ্কার মতোই দেখতে। শুধু দেখতে কি মশাই, চেহারার গড়নও একেবারে এক।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম

২০১৮-র জাকার্তা এশিয়ান গেমসে সোনা জয়ী হরিয়ানার অমিত পানঘাল বিশ্ব চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত কোনও মেডেল জিততে পারেননি। দেশকে সোনা এনে দিতে পারলে অনন্য নজিরের মালিক হবেন এই ভারতীয় বক্সার।

রণবীর কাপুর

রণবীর কাপুর

নাম না জানলেও কাশ্মীরে দেখা মিলেছিল রণবীর কাপুরের এই লুক আ লাইকের। চট করে দেখে বোঝবার উপায় নেই যে ইনি রণবীর কাপুর নন।

পঞ্চম ভারতীয়

পঞ্চম ভারতীয়

টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে পঞ্চম ভারতীয় হিসেবে বিশ্ব মিটে পদক নিশ্চিত করলেন অমিত পানঘাল। সেমিফাইনালে কাজাখস্তানের সাকেন বিবোসিনোভের মুখোমুখি হবেন ভারতীয় বক্সার।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

লন্ডনের প্রিয়া মুখার্জী। আপাদমস্তক সোনাক্ষী সিনহার মতো দেখতে। চেহারার মিল থাকায় বাগিয়েছেন অভিনয়ের প্রস্তাবও। কে আসল কে নকল বুঝতে পারছেন কিছু?

মণীশের জয়

বিশ্ব চ্য়াম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে টুর্নামেন্টে ভারতের জন্য দ্বিতীয় পদক নিশ্চিত করেছেন মনীশ কৌশিক। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ওয়ান্ডারসন ডে ওলিভিয়েরাকে ৫-০ পয়েন্টে হারিয়েছে ২০১৮ কমনওয়েলথ গেমসে রূপো জয়ী ভারতীয় বক্সার। ষষ্ঠ ভারতীয় হিসেবে বিশ্ব মিটে পদক নিশ্চিত করলেন মনীশ।

জন আব্রাহাম

জন আব্রাহাম

গালের টোল থেকে দাড়ির ছাঁট কারো চেহারায় এত মিল থাকতে পারে। উচ্চতায় মার খেয়ে গিয়েছেন। নয়তো এই ব্যক্তিকে জন আব্রাহামের জেরক্স কপি বললে কি ভুল কিছু বলা হতো বলুন?

English summary
Boxer Amit Panghal seals his maiden World Championship medel by entering in semis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X