For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেটে বিপুল লাভ ক্রীড়া ক্ষেত্রের! দারুণ লাভবান সাই, খেলো ইন্ডিয়া, এনএসডিএফ

বাজেট ২০১৯-এ সরকার ক্রীড়া খাতে বরাদ্দ বাড়িয়েছে, যার মধ্যে রয়েছে সাই-এর তহবিল বৃদ্ধি এবং ক্রীড়া-ব্যক্তিত্বদের অর্থ-উৎসাহ বৃদ্ধি।
 

Google Oneindia Bengali News

শুক্রবার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সরকারের বাজেটে লাভবান হল ভারতীয় ক্রীড়া মহল। গত বছরের তুলনায় এই বছর ২১৪.২০ কোটি টাকা বরাদ্দ বাড়ল ক্রীড়া খাতে। এই বরাদ্দ বৃদ্ধির মধ্যে একটা বড় অংশ ধরা হয়েছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার তহবিল বৃদ্ধির জন্য। এছাড়া বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়া ব্যক্তিত্বদের অর্থ উৎসাহ দানের জনব্য বরাদ্দ অর্থের পরিমাণও অনেকটা বাড়ানো হল।

কেন্দ্রীয় বাজেটে বিপুল লাভ ক্রীড়া ক্ষেত্রের

২০১৮-১৯শ আর্থিক বছরে কেন্দ্রীয় সরকারের ক্রীড়া খাতে বরাদ্দের মো পরিমাণ ছিল ২০০২.৭২ কোটি টাকা। এই বছর তা বাড়িয়ে ২২১৬.৯২ কোটি টাকা করা হয়েছে। এই বরাদ্দ বৃদ্ধিতে সবচেয়ে লাভবান হয়েছে স্পোর্টস ভেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া বা সাই।

৩৯৫ কোটি টাকা থেকে তাদের তহবিল বেড়ে দাঁড়াল ৪৫০ কোটি টাকায়। ফলে প্রায় এক ধাক্কায় ৫৫ কোটি টাকা বাড়ল তাদের অর্থ-বরাদ্দ। সারা দেশে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের জাতীয় শিবির আয়োজন, ক্রীড়াবিদদের থাকা-খাওয়ার হন্দোবস্ত থেকে ক্রীড়া উপকরণ জোগানের দায়িত্ব রয়েছে সাইয়ের হাতে। ফলে এই বরাদ্দ বৃদ্ধিতে ভারতের ক্রীড়ামহল অত্যন্ত উপকৃত হবে।

এর পাশাপাশি বড় লাভ করেছে ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট ফান্ড। এই তহবিলের পরিমাণ ২ কোটি টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৭০ কোটি টাকা। বৃদ্ধি করা হয়েছে ক্রীড়াবিদদের অর্থ-উৎসাহ দেওয়ার তহবিলেরও। ৬৩ কোটি টাকা থেকে নয়া বাজেটে তা বাড়িয়ে ৮৯ কোটি টাকা করা হয়েছে।

তবে সামান্য হলেও কমেছে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনে সহায়তার পরিমাণ ২৪৫.১৩ কোটি টাকার থেকে কমিয়ে তা ২৪৫ কোটি করা হয়েছে। সার্বিক উৎসাহদান ও ক্রীড়াবিদদের পুরস্কৃত করার তহবিলের বাজেটও ৩১৬.৯৩ কোটি টাকা থেকে ৯৪.০৭ কোটি টাকা বাড়িয়ে মোট ৪১১ কোটি করা হয়েছে।

এই বছর দারুণ সফল হয়েছে খেলো ইন্ডিয়া ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট অব স্পোর্টস। এই প্রকল্পের বাজেটও ৫৫০.৬৯ কোটি টাকা টাকা থেকে বেড়ে ৬০১ কোটি টাকা হয়েছে।

English summary
The government increased the allotment for sports in budget 2019, which includes a hike in the funds for the SAI and incentives for sportspersons.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X