For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থ বার ইংলিশ চ্যানেল পেরিয়ে রেকর্ড ক্যান্সার জয়ী সারা থমাসের

চতুর্থবারের জন্য একটানা ইংলিশ চ্যানেল পেরিয়ে নতুন রেকর্ডের মালকিন হলেন ক্যান্সার জয়ী মহিলা সাঁতারু সারা থমাস। মার্কিন সাঁতারুর এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়া বিশ্ব। গর্বিত তাঁর পরিবার ও দেশ।

  • |
Google Oneindia Bengali News

চতুর্থবারের জন্য একটানা ইংলিশ চ্যানেল পেরিয়ে নতুন রেকর্ডের মালকিন হলেন ক্যান্সার জয়ী মহিলা সাঁতারু সারা থমাস। মার্কিন সাঁতারুর এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়া বিশ্ব। গর্বিত তাঁর পরিবার ও দেশ।

সারার নজির

প্রথম সাঁতারু হিসেবে চতুর্থবারের জন্য ইংলিশ চ্যানেল পেরোলেন আমেরিকার ৩৭ বছরের সারা থমাস। একবারও না থেমে ৮৪ মাইল জলপথ মাত্র ৫৪ ঘণ্টা ১৩ মিনিটে অতিক্রম করেছেন সারা। তবে তীব্র ঢেউ ও কারেন্টের প্রভাব কাটিয়ে এগোতে সারাকে পক্ষান্তরে ১৩০ মাইল পথ অতিক্রম করতে হয়েছে বলে দাবি সাঁতার বিশেষজ্ঞদের।

এর আগে তিন বার

এর আগে তিন বার

২০০৭ সালে জীবনের প্রথম ওয়াটার ইভেন্ট সম্পন্ন করেন সারা। ২০১২ সালে প্রথমবার একটানা ইংলিশ চ্য়ানেল অতিক্রম করেছিলেন তিনি। একই কাজ ২০১৬ সালেও করেন মার্কিনি সাঁতারু। ২০১৭-র অগাস্টে ইংলিশ চ্য়ানেলের লেক চ্যাম্পলেইনের ১০৪.৬ মাইল জলপথ একটানা সাঁতরে অতিক্রম করেন সারা।

ক্যান্সারে আক্রান্ত

ক্যান্সারে আক্রান্ত

২০১৭ সালেই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন সারা থমাস। তাঁর শরীরে বাসা বাঁধা সেই মারণ রোগের চিকিৎসা চলে দুই বছর ধরে। চলতি বছরেই পুরোপুরি ক্যান্সারমুক্ত হন সারা। এ বছরেই বিশ্ব রেকর্ডের মালকিন হওয়া সারা তাঁর এই নজির বিশ্বের সকল ক্যান্সার আক্রান্তদের প্রতি উৎসজ্ঞদ করেছেন।

ছবি সৌ: টুইটার অ্যকাউন্ট

English summary
Cancer surviver Sarah Thomas swam English Channel for a record 4th time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X