For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খেলার জন্য সিলেবাস কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের

খেলার জন্য স্কুলের সিলেবাসের পঞ্চাশ শতাংশ কমাতে পারে কেন্দ্রীয় সরকার।

Google Oneindia Bengali News

ছোট থেকেই বাবা-মা নিজেদের সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে অনেকটাই উদ্দ্যোগী হন। কিন্তু এই একই রকম উদ্দ্যোগ কিন্তু তাঁদের পক্ষ থেকে দেখা যায় না, সন্তানের খেলাধূলোর ক্ষেত্রে। যেখানে খেলাধূলো ছাড়া একজন শিশুর সম্পূর্ণ বিকাশ সম্ভব নয়, সেখানে বাবা-মায়েদের অধিকাংশেরই চিন্তার প্রধান কেন্দ্রে থাকে পড়াশুনা।

খেলার জন্য সিলেবাস কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের

ছোট থেকেই যাতে খেলাধূলোয় বাচ্চাদের আরও বেশি করে উসাহিত করা যায়, সেই জন্য এবার যুগান্তরকারী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। খেলাধূলোকে প্রাধান্য দিতে সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। ২০১৯-এর মধ্যেই খেলাধূলোকে প্রাধান্য দিতে সিলেবাস প্রায় পঞ্চাশ শতাংশ মতো কমানো হবে বলে জানিয়েছে কেন্দ্র।

নতুন এই পরিকল্পনার বিষয়ে ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর বলেন, 'ক্রীড়াক্ষেত্রে যে জাগয়া আমরা রয়েছি সেখানে খেলাধূলো আর শিক্ষার অংশ নয়, খেলাধূলোও একটা শিক্ষা। খেলাধূলোর ক্লাস যাতে আরও বাড়ানো এবং আবশ্যিক হয়, সেই কারণেই এবার থেকে সিলেবাস কমানো হবে পঞ্চাশ শতাংশ।' কয়েক বছরের মধ্যেই ২০টি ক্রীড়া স্কুলও গড়া হবে বলে জানা গিয়েছে।

English summary
Central government can reduce half of school syllabus from 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X