গোল্ডকোস্টে কমনওয়েলথ গেমসে -র ঢাক বেজে গেল। বুধবারই উদ্বোধন। এপ্রিলের ৪ থেকে ১৫ অবধি এই গেমসে অংশগ্রহণকারীদের আপাতত বাসা অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল। উদ্বোধনী অনুষ্ঠানের পর ৭১ টি দেশের ৪৩০০ অ্যাথলিট ২৩ টি খেলায় অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান হবে কারারা স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে সমস্ত দেশের অ্যাথলিটদের প্যারেডের পাশাপাশি থাকবে গেমসের শপথগ্রহণ পর্ব এবং কুইন্স ব্যাটন র্যালি। এছাড়াও অস্ট্রেলিয়ার কৃষ্টি-সংস্কৃতির ঝলকও দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠানের নাচ-গান পর্বে।
উদ্বোধনী অনুষ্ঠান কোথায় লাইভ সম্প্রচার হবে?
অস্ট্রেলিয়া এই মেগা ইভেন্টের সম্প্রচার সত্ব চ্যানেল নাইনের। আর ভারতে বসে এই ইভেন্ট দেখার সুযোগ করে দেবে সনি সিক্স ও সনি টেন ২।
কখন থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান?
স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা থেকে হবে উদ্বোধনী অনুষ্ঠান আর ভারতীয় সময়ে সেটা দুপুর ২.৩০ এ হবে।
A post shared by Commonwealth Games Australia (@commgamesaus) on Apr 2, 2018 at 11:55pm PDT
এছাড়া থাকবে অনলাইন স্ট্রিমিংয়ের ব্যবস্থাও। সনি লিভ অ্যাপে দেখে নিতে পারা যাবে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান।
A post shared by Gold Coast 2018 (@gc2018) on Apr 3, 2018 at 2:35am PDT