For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথে ভারতীয় অ্যাথলিটরা অনিশ্চিত, আদৌ কী যাওয়া হবে

গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের জন্য ভারতীয় প্লেয়াররা এখনও ভিসা পাননি। 
 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে আর দু সপ্তাহও বাকি নেই। কিন্তু এখনও সব ক্রীড়াবিদদের ভিসা যোগাড় করে উঠতে পারল না ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশান। ভিসার জন্য সমস্ত অ্যাথলিট, কোচ, সাপোর্ট স্টাফদের নামের তালিক নথিভুক্ত করেছে আইওএ। এপ্রিলের ৪ থেকে ১৫ তারিখ অবধি কমনওয়েলথ গেমস চলবে অস্ট্রেলিয়া।

কমনওয়েলথে ভারতীয় অ্যাথলিটরা অনিশ্চিত, আদৌ কী যাওয়া হবে

[আরও পড়ুন:ইতালির বিরুদ্ধে প্রীতি ম্যাচ আর্জেন্তিনা -র মেসির ফোকাসে অন্যকিছু ][আরও পড়ুন:ইতালির বিরুদ্ধে প্রীতি ম্যাচ আর্জেন্তিনা -র মেসির ফোকাসে অন্যকিছু ]

সর্বভারতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ি এখনও পুরো ক্রীড়াবিদদের মধ্যে ১০৯ জনের ভিসা এখনও অনুমোদন পায়নি। এরমধ্যে রয়েছে দুবারের অলিম্পিক জয়ী সুশীল কুমার, মহিলা কুস্তিগির ববিতা কুমারী, ভিনেশ ফোগট, পূজা ধান্দা। রয়েছেন পুরুষ হকি দলের সদস্য ললিত উপাধ্যায়, মহিলা হকি দলের খেলোয়াড় সবিতা,ব্যাডমিন্টন খেলোয়াড়রাও।

শ্যুটাররাও রয়েছেন এখনও প্রতীক্ষার তালিকায়। তাতে রয়েছে জিতু রাই থেকে শুরু করে গগন নারাংদের নামও। মহিলাদের তালিকায় রয়েছেন তেজস্বিনী সাওয়ান্ত, হিনা সিধুরাও।

আটকে গেছে কোচিং স্টাফদের ভিসার বিষয়টিও। হকির কোচ থেকে শুরু করে বক্সিং কোচ, বাস্কেটবল কোচ সকলেই রয়েছেন তালিকায়। এবারের কমনওয়েলথ গেমসে ৩২৮ জনের ভারতীয় দল যাচ্ছে। যারমধ্যে রয়েছেন ২২২ অ্যাথলিট ও ১০৬ জন আধিকারিক।

তবে এখনও নাকি এই তালিকা চূড়ান্ত নয়। ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর বেঙ্গালুরুতে থাকায় এই অসুবিধা হয়েছে।

[আরও পড়ুন: নেইমারকে নিয়ে যা ভাবেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার ][আরও পড়ুন: নেইমারকে নিয়ে যা ভাবেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার ]

English summary
Commonwealth players are yet to get visa for Gold Coast CommonWealth games
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X