For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অলিম্পিকে করোনা থাবা: অলিম্পিক মশাল অনুষ্ঠানে কাটছাট

করোনা থাবায় কাঁপছে গোটা বিশ্ব। চিনের পর এখন বিশ্বের প্রতিটি দেশের কাছে করোনা মোকাবিলা করা কঠিন চ্যালেঞ্জ।যার মাঝে অলিম্পিক মশাল অনুষ্ঠানে কাটছাট

  • |
Google Oneindia Bengali News

করোনা থাবায় কাঁপছে গোটা বিশ্ব। চিনের পর এখন বিশ্বের প্রতিটি দেশের কাছে করোনা মোকাবিলা করা কঠিন চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। চিনের পর এই ভাইরাসের বিষক্রীড়ায় জাপানেও মৃত্যু শুরু হয়েছে। ফলে আগামী দিনে জুলাইয়ে জাপানের টোকিওতে অলিম্পিক আসর বসা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। তার মাঝেই এবার করেনা থাবার কারণে অলিম্পিকের অনুষ্ঠান নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানালো হল।

অনুষ্ঠানের কাটছাট

অনুষ্ঠানের কাটছাট

করোনা ভাইরাস বিশ্বজুড়ে মহামারির আকার ধারণ করার মাঝেও সব রকম সাবধানতা মেনেই আয়োজক দেশ জাপান টোকিওতে অলিম্পিক আয়োজনের জন্য সবরকম চেষ্ঠা চালাচ্ছে বলে জানিয়েছে। তারপরও জুলাইয়ে গ্রীষ্মকালীন অলিম্পিকে কিছু কাটছাট করা হবে। যার মধ্যে প্রথম মশাল অনুষ্ঠানের কাটছাট হতে চলেছে।

মশাল অনুষ্ঠান কবে?

মশাল অনুষ্ঠান কবে?

আগামী ১২ মার্চ প্রাচীন অলিম্পিকের কেন্দ্রস্থল গ্রিসের অলিম্পিয়ায় টোকিও অলিম্পিকের মশাল প্রজ্বলন করার অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে যাতে একসঙ্গে বেশি মানুষের জমায়েত না হয়ে সেই দিকে নজর দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের আক্রমণের কথা মাথাই রেখেই সরকার থেকে এখন যেকোনও জায়গায় এক সঙ্গে বহু মানুষকে জমায়েত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

অলম্পিক মশাল জাপানে কবে আসছে?

অলম্পিক মশাল জাপানে কবে আসছে?

গ্রিসের বিভিন্ন স্থানে ঘোরার পর ২৬ মার্চ মশালটির জাপান-যাত্রা শুরু হবে। ২৪ জুলাই টোকিও অলিম্পিক শুরু হবে। তার আগে অলিম্পিকের মশাল ১২১ দিন ধরে জাপানের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় জায়গায় নিয়ে যাওয়া হবে। কিন্তু করোনা থাবার কথা মাথায় রেখে আয়োজক কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে সাধারণ মানুষদের অংশগ্রহণ নিয়ন্ত্রণ আনা হতে চলেছে বলে জানানো হয়েছে।

অলম্পিক মশাল যে দেশে প্রজ্বোলন করা হবে সেখান আক্রান্ত কত?

অলম্পিক মশাল যে দেশে প্রজ্বোলন করা হবে সেখান আক্রান্ত কত?

উল্লেখ্য বিশ্বে এখন ৭৭ টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত। যার মধ্যে অলিম্পিক মশালটি যে দেশে প্রজ্বোলন করা হবে সেই গ্রিসেও করোনা ভাইরাসে নমুনা মিলেছে। সেখানে এখনও পর্যন্ত ৭ জন এই ভাইরাসের কবলে পড়েছেন বলে জানা গিয়েছে। ২৬ ফেব্রুয়ারি গ্রিসে প্রথম করোনা ভাইরাসের আক্রান্তের খবর জানা যায়।

English summary
Coronavirus outbreak: Olympic torch-lighting ceremony to see small gathering for Corona awareness
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X