For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) রিও অলিম্পিকে কোন কোন দেশ প্রথমবার সোনা জিতল জানেন কি?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কিছু দেশের কাছে অলিম্পিকে সোনার পদক পাওয়া নিমিত্ত ব্যাপার। বহু দেশ রয়েছে যারা শুধু এবছরের রিও অলিম্পিকেই শুধু নয়, প্রতিটি অলিম্পিকেই ভুরি পদক পায়। এবারও পেয়েছে। তবে এমন দেশও রয়েছে যারা অলিম্পিকের ইতিহাসে এইবছর প্রথমবার সোনার পদক পেল। [একটি কিডনি নিয়েও অলিম্পিকে পদক জিতলেন এই ব্যক্তি]

সোনার পদক জেতার তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জাপান, অস্ট্রেলিয়ার মতো বহু দেশ এগিয়ে থাকে। এবারও তার অন্যথা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র তো এবছর সবমিলিয়ে মোট হাজারটি সোনার পদক পেয়ে ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছে। [অলিম্পিকে জিতে কেন অ্যাথলেটরা পদকে কামড় বসান জানেন?]

১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে ১৬টি দেশ প্রথমবার সোনার পদক জয়ের স্বাদ পেয়েছিল। এরপরে ২০ বছর বাদে এবছর বেশ কয়েকটি নতুন দেশ প্রথমবার অলিম্পিকে সোনা পেল। এবছরের রিও অলিম্পিকে মোট ৮৭টি দেশ অন্তত একটি করে পদক জিতেছে। এটিও একটি অনন্য রেকর্ড। [রিও অলিম্পিক নিয়ে কয়েকটি অজানা তথ্য জেনে নিন একনজরে]

কোন কোন দেশ এবছর প্রথমবার সোনার পদক জিতে গৌরব অর্জন করল তা একনজরে জেনে নিন নিচের স্লাইড থেকে।

বাহারিন

বাহারিন

মহিলাদের স্টিপলচেসে বাহারিনের হয়ে সোনার পদক জিতেছেন রুথ জিবেট। এই নিয়ে মোট ৯বার অলিম্পিকে যোগদান করল বাহারিন।

ফিজি

ফিজি

পুরুষদের রাগবি সেভেনস দল সোনা জিতেছে। এই নিয়ে মোট ১৪ বার অলিম্পিকে অংশ নিয়েছে ফিজি।

ইন্ডিপেন্ডেন্ট

ইন্ডিপেন্ডেন্ট

ফেহাইদ আল দিহানি কুয়েত সেনার আধিকারিক। তবে কুয়েতকে অলিম্পিক কমিটি সাসপেন্ড করায় দিহানি ইন্ডিপেন্ডেন্ট প্রতিযোগী হিসাবে ডাবল ট্র্যাপ শুটিংয়ে অংশ নিয়ে সোনা জেতেন।

আইভরি কোস্ট

আইভরি কোস্ট

তাইকোন্ডোতে সোনা জিতেছে আইভরি কোস্টের শেখ সালাহ জুনিয়র সিসে। এই নিয়ে মোট ১৪ বার অলিম্পিকে অংশ নিল আইভরি কোস্ট।

জর্ডন

জর্ডন

আহমেদ আবুঘাউস জর্ডনের হয়ে তাইকোন্ডোতে সোনা পেলেছেন। এই নিয়ে জর্ডন মোট ১০ বার অলিম্পিকে অংশ নিল।

পুয়ের্তো রিকো

পুয়ের্তো রিকো

মনিকা পুয়িগ মহিলাদের টেনিসে সোনা জিতেছেন। এই নিয়ো মোট ১৮তম বারে সোনার পদক পেল পুয়ের্তো রিকো।

সিঙ্গাপুর

সিঙ্গাপুর

জোসেফ স্কুলিং পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে মাইকেল ফেল্পসকে হারিয়ে সোনা পেয়েছেন। মোট ১৬ বার সিঙ্গাপুর অলিম্পিকে অংশ নিয়েছে।

তাজিকিস্তান

তাজিকিস্তান

পুরুষদের হ্যামার থ্রো-এ দিলশদ নাজারোভ তাজিকিস্তানের হয়ে সোনা জিতেছেন। এই নিয়ো মোট ৬বার অলিম্পিকে অংশ নিল এই দেশ।

ভিয়েতনাম

ভিয়েতনাম

হং হুয়ান ভিন ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভিয়েতনামের হয়ে সোনা জিতেছেন। এই নিয়ে ১৫ বার অলিম্পিকে অংশ নিল ভিয়েতনাম।

কোসোভো

কোসোভো

মাজলিন্ডা কেলমেন্ডি মহিলাদের জুডোতে কোসোভের হয়ে সোনার পদক পেয়েছেন। এই প্রথমবার অলিম্পিকে অংশ নিল কোসোভো।

English summary
Countries which got first taste of Olympic gold in Rio De Janeiro, Brazil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X