For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক নম্বরে ভারতীয় কুস্তিগীর দীপক, প্রথম স্থান হারালেন বজরং

বিশ্ব র‌্যাঙ্কিং-র প্রথম স্থানে উঠে এলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জয়ী ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া।

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব র‌্যাঙ্কিং-র প্রথম স্থানে উঠে এলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জয়ী ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া। যদিও ইউনাইটেড ওয়ার্ল্ড রেস্টলিং-র সদ্য প্রকাশিত ক্রম তালিকার অন্য বিভাগে এক নম্বর স্থান খুইয়েছেন ভারতের অপর কুস্তিগীর বজরং পুনিয়া।

একে দীপক

একে দীপক

চোটের কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৮৬ কেজি বিভাগের ফাইনাল থেকে সরে দাঁড়ান ২০ বছরের দীপক পুনিয়া। ফলে ওই প্রতিযোগিতায় রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় কুস্তিগীরকে। তা সত্ত্বেও ইউনাইটেড ওয়ার্ল্ড রেস্টলিং-র সদ্য প্রকাশিত ক্রম তালিকায় এক নম্বর স্থানে উঠে এসেছেন দীপক। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮২। দীপকের থেকে ৪ পয়েন্ট কম নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ইরানের হাসান ইয়াজদানি।

বজরং-র পতন

বজরং-র পতন

ভারতীয় কুস্তির লেজেন্ড বজরং পুনিয়া প্রথম বাছাই হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৬৫ কেজি বিভাগে খেলতে নেমেছিলেন। প্রতিযোগিতার সেমি ফাইনালেও পৌঁছন তিনি। কিন্তু আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের জেরে তিনি সেমি ফাইনাল হেরে যান। ব্রোঞ্জ জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের যাত্রা শেষ করা ভারতের বজরম পুনিয়া ইউনাইটেড ওয়ার্ল্ড রেস্টলিং-র সদ্য প্রকাশিত ক্রম তালিকার দুই নম্বর স্থানে নেমে গিয়েছেন। তাঁর সংগৃহীত পয়েন্ট ৬৩।

দুইয়ে রাহুল ও ভিনেশ

দুইয়ে রাহুল ও ভিনেশ

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতা রাহুল আওয়ারে ৫৭ কেজি বিভাগে ইউনাইটেড ওয়ার্ল্ড রেস্টলিং-র সদ্য প্রকাশিত ক্রম তালিকার দুই নম্বর স্থানে পৌছেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে অলিম্পিক কোটা নিশ্চিত করা ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাত ৫৩ কেজি বিভাগে রয়েছেন দুই নম্বর স্থানে।

English summary
Deepak reaches at number one, Bajrang looses his spot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X