For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) আইএসএল ২০১৪: এলিয়াসের দুরন্ত গোলে পয়েন্ট ভাগ দিল্লি-কলকাতায়

Google Oneindia Bengali News

আইএসএল ২০১৪: এলিয়াসের দুরন্ত গোলে পয়েন্ট ভাগ দিল্লি-কলকাতায়
কলকাতা, ২০ অক্টোবর : ইন্ডিয়ান সুপারলিগে অ্যাটলেটিকো দে কলকাতার তৃতীয় টানা জয়ে বাধা হয়ে দাঁড়াল দিল্লি ডায়নামোস। রবিবার সল্টলেক স্টেডিয়ামে দিল্লিকে হারাতে না পারলেও ১-১ গোলে ড্র করে আইএসএলের শীর্ষ তালিকায় নিজের জায়গা জমিয়ে রাখল অ্যাটলেটিকো।

প্রথমার্ধে লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি। ৪৯ মিনিটের মাথায় প্রথম গোল করেন মিডফিল্ডার জফরে, পেনাল্টিকে গোলে পরিণত করেন তিনি। যদিও ৭৩ মিনিটের মাথায় এই গোল শোধ করেন দিল্লির পাভেল এলিয়াস।

pic1

এদিন দিল্লি দলের আলেজান্দ্রো দেল পিয়েরোর উজ্জ্বল উপস্থিতি কলকাতা সমর্থকদেরও মনোরঞ্জন করেছে পুরোদমে। প্রথমার্ধ থেকেই কলকাতার গোলপোস্টের কাছাকাছি পৌঁছে যেতে বহুবার দেখা গিয়েছে দেল পিয়েরোকে। কিন্তু প্রথমার্ধে গোলশূন্যই ছিল।

pic1

দ্বিতীয়ার্ধে খেলা আরও টানটান হয়। যখন দ্বিতীয়ার্ধ শুরুর ৪ মিনিটের মাথায় দিল্লি ডায়নামোসের ডিফেন্ডার উইম রেমেকারস ফিকরুকে টেনে ফেলে পেনাল্টি বক্সে ঢুকতে গেলে টুর্নামেন্টের প্রথম পেনাল্টি কিকের বাঁশি বাজান রেফারি। জফরে কোনও ভুল করেননি বল সোজা গোল পোস্টে ঢুকিয়ে ব্যবধান বাড়িয়ে নেন।

pic1

পেশীতে টান লাগার ফলে অর্ধেক মিনিটেই কলকাতার তারকা ফুটবলার লুইস গারসিয়াকে মাঠ থেকে উঠে যেতে হয়। যদিও তার ফলে কলকাতা দলের আক্রমণাত্মক মনোভাবে কোনওরকম হেলদোল আসেনি।

pic1

৭৩ মিনিটের মাথায় পাভেলের দুরন্ত ভলি এদিন কলকাতার জয়ের পথ আটকে দেয়। যদিও হারের পথেও নিয়ে যেতে পারেনি।আগামী ২৩ অক্টোবর এফসি গোয়ার সম্মুখীন হবে অ্যাটলেটিকো অন্যদিকে ২৫ অক্টোবর চেন্নাইয়ান এফসি-র সম্মুখীন হবে দিল্লি ডায়নামোস।

English summary
Delhi Dynamos, Atletico de Kolkata share points after Elias stunner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X