For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেনমার্ক ওপেন ফাইনাল: দুর্দান্ত লড়াই! বিশ্বের ১ নম্বরের কাছে বীরের হার সাইনার

ডেনমার্ক ওপেন ২০১৮-এর ফাইনালে বিশ্বের এক নম্বর তাই জু ইং-এর কাছে লড়ে পরাজিত হলেন সাইনা নেহওয়াল।
 

  • |
Google Oneindia Bengali News

দারুণ লড়াই করলেন, কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিং লাইন টপকাতে পারলেন না সাইনা নেহওয়াল। ডেনমার্ক ওপেনের ফাইনাল ম্যাচে তাঁকে ১৩-২১, ২১-১৩ ও ৬-২১ পয়েন্টে পরাজিত হতে হল বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা তাই জু ইংয়ের কাছে। তবে হারলেও এই হারে কোনও গ্লানি নেই। বীরের মতো শেষ পর্ষন্ত লড়াই জারি রেখেছিলেন ভারতীয় তারকা।

ডেনমার্ক ওপেন ফাইনাল, বীরের হার সাইনার

প্রথম গেমে সাইনার উপর তাঁর অধিপত্য বজায় রেখেছিলেন তাই জু। একেবারে শুরুতেই সাইনার সামান্য মনোসংযোগের অভাবের সুযোগ নিয়ে ৪-১ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন তাই। প্রথম গেমের মাঝামাঝি সময় থেকে খেলায ফিরতে শুরু করেছিলেন সাইনা। একসময় ব্যবধান ১৫-১১'ও করে ফেলেছিলেন। কিন্তু সেষ অবধি গেমটি ১৩-২১ পয়েন্টে হারাতে হয় সাইনাকে।

কিন্তু দ্বিতীয় গেমে প্রথমে সার্ভ ছিল ভারতীয় তারকার এবং এই গেমে একেবারে প্রথম থেকে তিনি আধিপত্য বিস্তার করতে শুরু করেন। এই সময় তাঁকে খেলায় একেবারে নিমজ্জিত দেখিয়েছে। একদিকে তাই-এর প্রতিটি সামান্য ভুলের সুযোগও তিনি নিয়েছেন। আবার অন্যদিকে ভয়ঙ্কর সব স্ম্যাশ মারেন। তাই প্রতিরোধ গড়ে তুলতে চাইলেও একের পর এক লম্বা র্যালির শেষে জয়ের হাসি হেসেছেন সাইনাই। শেষ পর্যন্ত দ্বিতীয় গেমটি ২১-১৩ পয়েন্টে জেতেন সাইনা নেহওয়াল।

কিন্তু শেষ গেমে তাইয়ের সঙ্গে আর পেরে ওঠেননি ভারতীয় তারকা। একটা সময় পয়েন্ট ছিল ২-৭। সেখান থেকে পর পর ৯টি পয়েন্ট তুলে সাইনার ধরাছোঁয়ার বাইরে ২-১১ পয়েন্টে পৌঁছে যান বিশ্বের ১ নম্বর। সেখান থেকে ম্যাচে ফেরা অসম্ভব ছিল সাইনার পক্ষে। শেষ অবধি এই গেমের ফল দাঁড়ায় ২১-৬।

ধারে ভারে সাইনার থেকে অনেক এঘিয়ে ছিলেন চিনা তাইপেইয়ের তারকা। ২০১৩ সালের পর থেকে তাই জুর বিরুদ্ধে আর জিততে পারেননি সাইনা। তাঁদের মুখোমুখি লড়াইয়ের হিসেব এই ম্যাচের আগে ছিল তাই জুর পক্ষে ৬-১১। এই ম্যাচের আগে চলতি বছরে চার সাক্ষাতেই হেরেছিলেন ভারতীয় তারকা। শেষবার বিশ্বের ১ নম্বর ও ১০ নম্বর ব্যাডমিন্টন তারকা মুখোমুখি হয়েছিলেন জাকার্তায় এশিয়ান গেমসের সেমিফাইনালে।

English summary
A valiant Saina Nehwal went down fighting to world number one Tai Tzu Ying in the 2018 Denmark Open final match on Sunday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X