For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসল নায়ক এঁরাই! হাজার ভোল্টের ঝটকা সামলে প্যারালিম্পিকে সোনাজয় দেবেন্দ্রর

পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে নিজের রেকর্ড ভেঙেই ২০১৬ রিও প্যারালিম্পিকে সোনা জিতে নেন দেবেন্দ্র ঝাঝরিয়া।

  • |
Google Oneindia Bengali News

প্যারালিম্পিকে ভারতকে গর্বের সোনা এনে দেন দেবেন্দ্র ঝাঝরিয়া। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে নিজের রেকর্ড ভেঙেই ২০১৬ রিও প্যারালিম্পিকে সোনা জিতে নেন তিনি। নিজের আগের রেকর্ডকে আরও উন্নত করে ৬৩.৯৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতেন দেবেন্দ্র। সেইসঙ্গে তিনি হয়ে যান প্রথম ভারতীয় যিনি প্যারালিম্পিকে ২টি ব্যক্তিগত সোনা জিতে রেকর্ড গড়েছেন।

আসল নায়ক এঁরাই! হাজার ভোল্টের ঝটকা সামলে প্যারালিম্পিকে সোনাজয় দেবেন্দ্রর

৩৬ বছরের দেবেন্দ্র ২০০৪ সালে অর্জুন পুরস্কার পান। ২০১২ সালে প্রথম প্যারালিম্পিয়ান হিসাবে তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। ২০০৪ সালের পরে ২০০৮ ও ২০১২ সালে জ্যাভলিনের এফ৪৬ ইভেন্ট প্যারালিম্পিকে অনুষ্ঠিত হয়নি। ফলে ১২ বছর পর দেশের হলে প্যারালিম্পিকে খেলতে নেমে সোনা জিতে নজির গড়েছেন এই খেলোয়াড়।

আসল নায়ক এঁরাই! হাজার ভোল্টের ঝটকা সামলে প্যারালিম্পিকে সোনাজয় দেবেন্দ্রর

এই এত সম্মান, লোকের নজরে আসা, এগুলি একদিনে হয়নি। রাজস্থানের ছেলে দেবেন্দ্রর বয়স যখন মাত্র আট বছর, তখন খেলতে খেলতেই বিদ্যুতের তারে হাত ঠেকে যায় তাঁর। ব্যস সেটাতেই বিপত্তি।

আসল নায়ক এঁরাই! হাজার ভোল্টের ঝটকা সামলে প্যারালিম্পিকে সোনাজয় দেবেন্দ্রর

বিদ্যুতের তারের ভোল্ট ছিল ১১ হাজার। হাত লাগতেই দূরে ছিটকে পড়ে দেবেন্দ্র। দুর্ঘটনায় ততক্ষণে অনেকটা ক্ষতি হয়ে গিয়েছিল। ছোট্ট দেবেন্দ্রর প্রাণ সংশয় পর্যন্ত হয়েছিল।

যার জেরে পরবর্তী সময়ে বাম হাতটা একেবারে অকেজো হয়ে যায়। তবে বাকী শরীর ঠিক ছিল। ডান হাত, পা সবকিছু সচল ছিল। আর ছিল অসম্ভব মনের জোর। ভেঙে না পড়া সেই মন আর সাহসকে সঙ্গী করে জ্যাভলিন থ্রোয়ে ধীরে ধীরে পারদর্শী হয়ে ওঠেন দেবেন্দ্র। তারপর আর তাঁকে থামিয়ে রাখা যায়নি। প্রতিবন্ধী হয়েও সুস্থ মানুষদের সঙ্গে তাল মিলিয়ে দেশকে বারবার গর্বিত করেছেন তিনি।

English summary
Independence day tribute : Devendra Jhajharia, Indian Paralympic javelin thrower, one of the unsung heroes of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X