For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের পদক এল হার্ডেলে, ২০১০-এর পর ৪০০ মিটার হার্ডেলে পদক খরা কাটল ভারতের

২০১৮ এশিয়ান গেমসে আর একটি পদক এল ভারতের ঝুলিতে ৪০০ মিটারের হার্ডেলে রুপো জিতলেন ভারতের ধরুণ আয়াস্বামী। ৪৮.৯৬ সেকেন্ডে শেষ করে রুপো জেতেন আয়াস্বামী। তাঁর কেরিয়ারে এটাই এখনও পর্যন্ত সেরা সময়ে।

Google Oneindia Bengali News

২০১৮ এশিয়ান গেমসে আর একটি পদক এল ভারতের ঝুলিতে ৪০০ মিটারের হার্ডেলে রুপো জিতলেন ভারতের ধরুণ আয়াস্বামী।

ফের পদক এল হার্ডেলে, ২০১০-এর পর ৪০০ মিটার হার্ডেলে পদক খরা কাটল ভারতের

৪৮.৯৬ সেকেন্ডে শেষ করে রুপো জেতেন আয়াস্বামী। তাঁর কেরিয়ারে এটাই এখনও পর্যন্ত সেরা সময়ে। এর আগে তাঁর সেরা পারফর্ম ছিল মার্চে ফেডারেশন কাপে। ফেড কাপে তাঁর লেগেছিল ৪৯.৪৫ সেকেন্ড। এশিয়ান গেমসে রেকর্ড ৪৭.৬৬ সেকেন্ডে শেষ করে সোনা জেতেন কাতারের আবদেরাহান সাম্বা।

৩০০ মিটার শেষেও তামিলনাড়ু থেকে উঠে আসা এই অ্যাথলিট চতুর্থস্থানে ছিলেন। কিন্তু শেষ ল্যাপে ১০০ মিটার যখন বাকি, তখনই নিজেকে মেলে ধরেন ধরুণ। এগিয়ে থাকা দু'জন প্রতিযোগীকে এই একশো মিটারের ল্যাপেই পিছনে ফেলে রুপো জিতে নেল ধরুণ। ২০১০-এর পর এশিয়ান গেমসে এই ইভেন্টে আবার পদক এল ভারতের ঝুলিতে। ২০১০ সালে এই ইভেন্টে সোনা জিতেছিলেন জোসেফ আব্রাহাম।

এটাই চলতি এশিয়ান গেমসে ভারতে ৩৮ নম্বর মেডেল। যার মধ্যে রয়েছে সাতটি ৭টি সোনা, ১১টি রুপো এবং ২০টি ব্রোঞ্জ। যদিও ৪০০ মিটারের মহিলাদের হার্ডেলে কোনও পদকই পায়নি ভারত।

English summary
bIndia’s Dharun Ayyasamy won silver in Men’s 400m hurdles.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X