For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশোকচক্র নেই ভারতের পতাকায়, প্রবল বিতর্কের মুখে নতুন করে ফটো শ্যুট এফআইএইচের

শেষ পর্যন্ত ক্ষমা চাইল আন্তর্জাতিক হকি ফেডারেশন। ভারতের জাতীয় পতাকা বিতর্কে শেষ পর্যন্ত ক্ষমা চাইল তারা।

Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত ক্ষমা চাইল আন্তর্জাতিক হকি ফেডারেশন। ভারতের জাতীয় পতাকা বিতর্কে শেষ পর্যন্ত ক্ষমা চাইল তারা।

অশোকচক্র নেই ভারতের পতাকায়, প্রবল বিতর্কের মুখে নতুন করে ফটো শ্যুট এফআইএইচের

লন্ডনে বসেছে মহিলা হকি বিশ্বকাপের আসর। সেখানেই টেমসের ধারে বিশ্বকাপে অংশগ্রহনকারী প্রতিটি দেশের অধিনায়ককে নিয়ে একটি ফটো শ্যুট করে এফআইএইচ। সেই ইভেন্টের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভারত অধিনায়ক রানি রামপাল। এর পরই রানির পোস্ট করা সেই ছবিটিকে নিয়ে তৈরি হয় বিতর্ক। ছবিতে স্পষ্ট দেখা যায় ভারতের পতাকার মাঝে নেই অশোকচক্র।

এর পরি শুরু হয় একের পর এক বিতর্কিত পোস্ট। তুলোধনা শুরু হয় এফআইএইচের। পুরো ঘটনাটা হকি ইন্ডিয়ার পক্ষ থেকে জানান হয় এফআইএইচকে।

আর এর পরই ক্ষমা চেয়ে নতুন করে অশোকচক্র সহ ফের একবার প্রতিট দলের অধিনায়ককে নিয়ে ফটো শ্যুট করে আন্তর্জাতিক হকি ফেডারেশন। ঘটনায় দুঃখ প্রকাশ করে আন্তর্জাতিক হকি ফেডারেশনের মুখপাত্র বলেন, 'ভুলটা আমাদের চোখে পড়া মাত্রই, যারা এই ফটোশ্যুট করেছিল তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। দ্রুত সেই ভুল শুধরে নেওয়া হয়েছে। পুরো ঘটনার জন্য আমরা দুঃখিত।'

English summary
Spokes person of FIH say sorry for the mistake they made. They did a photoshoot where ashoka chakra missing in Indian flag. After that they understood mistake and did a photoshoot again with the perfect Indian flag.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X