For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরিকাঠামোর বিরুদ্ধে তোপ গীতা ফোগটের

অলিম্পিক্সে দেশকে পদক এনে দেওয়া সাক্ষী মালিক কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হওয়ায় বিশ্ব জুড়ে সমালোচিত।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বিশ্বচ্যাম্পিয়নশিপে অত্যন্ত শক্ত একটা টুর্নামেন্ট , এতে একদিন অনুশীলন বিঘ্নিত হলেও পারফরম্যান্স এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে। এমনটাই মন্তব্য করলেন অভিজ্ঞ কুস্তিগির গীতা ফোগট।

গীতা ফোগটের তোপ

২০১২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী গীতা ফোগট তোপ দাগলেন। ভারতীয় কুস্তিগিরদের দিকে আঙুল তুলছিলেন সমালোচক মহলের এক অংশ। আসলে কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন সাক্ষী মালিক। অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিককে অনেক আশা ছিল। কিন্তু তিনি প্রথম রাউন্ডেই ছিটকে যাওয়ায় প্রচুর সমালোচনার মুখে পড়েন। ২৪ সদস্যের দল একটাও পদক আনতে পারেনি।

নায্য কারণেই ব্যর্থ সাক্ষীরা

তবে এই কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন গীতা ফোগট। তাঁর মতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ সবচেয়ে কঠিন টুর্নামেন্ট। ফলে কোনও কিছু গন্ডগোল হয়ে গেলেই কেলেঙ্কারি। তারমধ্যে ভারতীয়দের অনুশীলন করার জন্য মূল ভ্যেনু থেকে ২৫০-৩০০ কিলোমিটার দূরের প্র্যাকটিশ গ্রাউন্ড দেওয়া হয়েছিল। ফলে ভারতীয় কুস্তিগিররা নিয়মিত অনুশীলনই করতে পারেননি। এই ধরণের টুর্নামেন্টে একদিনও অনুশীলন বাদ দিলে তা মারাত্মক হতে পারে।

গোটা দেশ যখন সাক্ষী সহ বাকি কুস্তিগিরদের সমালোচনা করছিল তখন দারুণভাবে তাঁদের পাশে এসে দাঁড়ালেন দঙ্গল ছবির লিড প্রটাগনিস্ট গীতা।

English summary
Geeta Phogat explains why sakshi malik failed in wrestling championship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X