For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেক প্রজাতন্ত্রে ভারতীয় ঘুঁষির কামাল, বক্সিংয়ে সোনার দিন আনলেন ভারতীয় বক্সাররা

চেক প্রজাতন্ত্রে বক্সিংয়ের গ্রাঁ প্রিতে ধামাকা ভারতীয় বক্সারদের। জিতলেন পাঁচটি সোনা ও দুটি রূপো ও একটি ব্রোঞ্জ। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

চেক প্রজাতন্ত্রে চমৎকার পারফরমেন্স ভারতীয় বক্সারদের। ৪৮ তম গ্রাঁ প্রি উস্তিনাদ লাবেম-এ একই দিনে পাঁচটি সোনা, দুটি রূপো ও একটি ব্রোঞ্জ জিতলেন ভারতীয় বক্সাররা।

সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপো জয়ী শিব থাপা এদিন ৬০ কেজি বিভাগে সোনা জিতলেন। স্লোভাকিয়ার মেসজারোর বিরুদ্ধে ৫-০পয়েন্টে জেতেন শিব থাপা। সামনের মাসে জার্মানি বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে যা দারুণ আত্মবিশ্বাস বাড়িয়ে দিল।

চেক প্রজাতন্ত্রে ভারতীয় ঘুঁষির কামাল, বক্সিংয়ে সোনার দিন আনলেন ভারতীয় বক্সাররা

বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট পাওয়া মনোজ কুমারও এদিন কোনও ভুল করেননি। স্থানীয় ফেভারিট বক্সার ডেভিডের বিরুদ্ধে ৫-০ পয়েন্ট তুলে নেন। জিতে যান সোনা। এছাড়াও ৫২ কেজি বিভাগে অমিত ফাঙ্গাল, ৫৬ কেজি বিভাগে গৌরব বিদুরি এবং ৯১ কেজি বিভাগে সোনা সতীশ কুমারের।

চেক প্রজাতন্ত্রে ভারতীয় ঘুঁষির কামাল, বক্সিংয়ে সোনার দিন আনলেন ভারতীয় বক্সাররা

৫২ কেজি বিভাগে রূপো জিতেছেন কবিন্দর বিস্ত, ৮১ কেজি বিভাগে মণীশ পানওয়ার। সুমিত সাঙ্গওয়ান ৯১ কেজি বিভাগে সেমিফাইনালে হেরে যাওয়ায় ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় বক্সারদের এই পারফরমেন্স মানসিকভাবে অনেকটা চাঙ্গা করে দিল।

English summary
Golden day in Indian boxing,bags 5 gold,2 silver in an event
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X