For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিকে অনিশ্চিত ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার

পরের বছর জাপানে টোকিও অলিম্পিকের আসর। মেগা আসরে ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মাকারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখনও চোটমুক্ত হয়ে ওঠেননি দীপা।

  • |
Google Oneindia Bengali News

পরের বছর জাপানে টোকিও অলিম্পিকের আসর। মেগা আসরে ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মাকারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখনও চোটমুক্ত হয়ে ওঠেননি দীপা।

টেকিও অলিম্পিকে অনিশ্চিত ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার

দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী জানিয়েছেন, 'পুরোপুরি ফিট হতে দীপার আরও দু'মাস সময় লাগবে। সেক্ষেত্রে পরের মাসে অলিম্পিকের যোগ্যতা অর্জন হিসেবে জার্মানিতে বিশ্ব জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অংশ নেওয়া দীপার পক্ষে কঠিন।' প্রসঙ্গত চোটের কারণে দীপার ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর মুম্বইয়ে ডাক্তার অনন্ত যোশীর তত্ত্বাবধানে রিকভারি চলছে দীপার।

কোচ বিশ্বেশ্বর নন্দী আরও স্পষ্ট করে দিয়েছেন, চটজলদি দীপাকে প্রত্যাবর্তন করালে ঝুঁকি থাকবে। সেক্ষেত্রে মেগা টুর্নামেন্টের চেয়েও দীপার চোটমুক্ত জীবনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।

অন্যদিকে ভারতীয় জিমন্যাস্ট ফেডারেশনের উপর দীপার কোচ ক্ষোভ উগরে দিয়েছেন। কোচ বিশ্বেশ্বর নন্দী বলেন,' জিমন্যাস্ট ফেডারেশনের পক্ষ থেকে দিল্লিতে সোমবারের ট্রায়ালের জন্য দীপাকে নোটিশ দেওয়া হয়। ট্রায়ালের খবর শনিবার জানানো হয়েছিল। ট্রায়ালের বাকিরা দিল্লির জাতীয় ক্যাম্পে ছিলেন। শনিবার রাতে চিঠি দিয়ে সোমবার সকাল ৮টায় ট্রায়ালে যেতে বলা হয়। এটা কী ধরনের আচরণ। সেই সঙ্গে চিঠিতে ফেডারেশনের কোনও কর্তার সই ছিল না। কার পক্ষ থেকে চিঠি দিয়ে ট্রায়ালে ডাকা হল, সেটাও পরিষ্কার নয়!ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টা জানতে চাইলে যথাযথ কোনও উত্তর পায়নি।'

English summary
Gymnast Dipa Karmakar requires 2 more months to recover,Tokyo dreams may be over for her
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X