For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রো-কবাডি লিগের প্রথম দিনের নিলামে একাধিক রেকর্ড, মূল্যর বিচারে এগিয়ে রইল ভারতীয়রা

আসন্ন প্রো-কবাডি লিগের জন্য নিলামের প্রথম দিনেই তৈরি হল একাধিক রেকর্ড। মোট ছয় জন প্লেয়ারকে ১ কোটি টাকার বেশি খরচ করে কেনে ফ্র্যাঞ্চাইজিগুলি।

Google Oneindia Bengali News

আসন্ন প্রো-কবাডি লিগের জন্য নিলামের প্রথম দিনেই তৈরি হল একাধিক রেকর্ড। মোট ছয় জন প্লেয়ারকে ১ কোটি টাকার বেশি খরচ করে কেনে ফ্র্যাঞ্চাইজিগুলি।

প্রো-কবাডি লিগের প্রথম দিনের নিলামে একাধিক রেকর্ড, মূল্যর বিচারে এগিয়ে রইল ভারতীয়রা

প্রথম দিনের নিলামে প্রো-কবাডি লিগের ইতিহাসে সর্বাধিক দাম পান মনু গোয়াত। ১ কোটি ৫১ লক্ষ টাকায় তাঁকে দলে নেয় হরিয়াণা স্টিলার্স। যদিও কিছুক্ষণের জন্য এই রেকর্ড ধরে রাখেন রাহুল চৌধুরি। ১ কোটি ২৯ লক্ষ টাকায় রাহুলকে দলে নেয় তেলেগু টাইটান্স। প্রো-কবাডি লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের প্লেয়ার রাহুল। ১ কোটি ১১ লক্ষ টাকায় রিশঙ্ক দেভাদিগাকে নিজেদের দলে নেয় ইউপি যোদ্ধা। নীতিন তোমারকে ১ কোটি ১৫ লক্ষ টাকায় নিজেদের দলে সই করায় পুনেরি পাল্টন। নীতিনের সমান মূল্যে দীপক নিবাস হুডাকে নিলাম থেকে তুলে নেয় জয়পুর পিঙ্ক প্যান্থার্স।

প্রো-কবাডি লিগের প্রথম দিনের নিলামে একাধিক রেকর্ড, মূল্যর বিচারে এগিয়ে রইল ভারতীয়রা

প্রো-কবাডি লিগের প্রথম দিনের নিলামে একাধিক রেকর্ড, মূল্যর বিচারে এগিয়ে রইল ভারতীয়রা

বিদেশি প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন ফাজাল আটরাচালি। ১ কোটি টাকা দাম ওঠে তাঁর। আসন্ন প্রোকবাডি লিগে দাম পেয়েছেন কেনিয়াম ডেভিড মোসাম্বাই-ও।

প্রো-কবাডি লিগের প্রথম দিনের নিলামে একাধিক রেকর্ড, মূল্যর বিচারে এগিয়ে রইল ভারতীয়রা

বিদেশী ডিফেন্ডারদের মধ্যে সর্বাধিক দাম উঠেছে আবোজার মোহাজারমিঘানির। ৭৬ লক্ষ টাক দর উঠেছে তাঁর। ভারতীয় ডিফেন্ডারদের মধ্যে সর্বাধিক ৭৫ লক্ষ টাকা দাম পেয়েছেন সুরেন্দ্র নাদা।
উল্লেখযোগ্য ভাবে, এই নিলামে খুব বেশি টাকা খরচ না করেও ভাল প্লেয়ার নিলাম থেকে তুলে নিয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স।

প্রথম দিনের নিলামে সর্বোচ্চ ৪৩ লক্ষ টাকা খরচ করে রানা সিং-কে দলে নিয়েছে বেঙ্গল। জাং কুন লি-কে দলে পেতে খরচ করেছে ৩৩ লক্ষ টাকা। জিয়াউর রহমানের জন্য ৩৩ লক্ষ ২৫ হাজার টাকা খরচ করেছে কলকাতা। শ্রীকান্ত তেবাতিয়ার জন্য খরচ হয়েছে ২২ লক্ষ টাকা।

English summary
So many records made in the day 1 auction of PKL in 2018. So any players manage to earn over one crore.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X