For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিক পর্যন্ত হিমার প্রস্তুতির সমস্ত খরচ ভারত সরকারের

টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের আওতায় হিমা দাসকে সব রকম সাহায্য করবে ভারত সরকার।

Google Oneindia Bengali News

ইতিহাস সৃষ্টিকারী হিমা দাসকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত সরকার। চলতি বছরে কমনওয়েলথ গেমসে ভাল ফল করার পর মে মাসে হিমাকে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের আওতায় আনে ভারত সরকার।

টোকিও অলিম্পিক পর্যন্ত হিমার প্রস্তুতির সমস্ত খরচ ভারত সরকারের

তবে তার মেয়াদ ছিল ২০১৮ এশিয়া গেমস পর্যন্ত। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে হিমার দুরন্ত পারফরম্যান্সের পর ২০২০ টোকিও অলম্পিকের প্রস্তুতিতে যাতে হিমার কোনও সমস্য না হয়, সেই কারণে ২০২০ পর্যন্ত টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের আওতায় হিমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল সরকার।

প্রথম ভারতীয় মহিলা হিসেবে আইএএএফ অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথেলেটিক চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেন হিমা। অসমের এই মেয়ে ৫১.৪৬ সেকেন্ডে দৌড় শেষে করে ইতিহাস সৃষ্টি করেন।

সাই এর ডি়জি নীলম কাপুর এই বিষয়ে বলেন, 'এই স্কিমের আওতায় আসার ফলে মাসে পঞ্চাশ হাজার টাকা করে পাবেন হিমা। পাশাপাশি অলিম্পিকে যাতে ভাল ফল করতে পারেন তিনি, সেই বিষয়ে তাঁকে বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন দিক দিয়ে সাহায্য করা হবে।'

English summary
Hima Das will receive government funding till 2020 Tokyo Olympic under TOP scheme.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X