For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ দিনে চারটি সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন হিমা দাস

১৫দিনে চার চারটি সোনা জয়! আন্তর্জাতিক মিটে ১৫ দিনের মধ্য়ে চারটি সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন ভারতীয় মহিলা স্প্রিন্টার হিমা দাস। 

  • |
Google Oneindia Bengali News

১৫দিনে চার চারটি সোনা জয়! আন্তর্জাতিক মিটে ১৫ দিনের মধ্যে চারটি সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন ভারতীয় মহিলা স্প্রিন্টার হিমা দাস।

১৫ দিনে চারটি সোনা দিয়ে দেশের নাম উজ্জ্বল করলেন হিমা দাস

বুধবার চেক প্রজাতন্ত্রে টাবোর অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার রেসে সোনা জিতলেন হিমা। নির্দিষ্ট এই দূরত্ব দৌড়তে ২৩.২৫ সেকেন্ড সময় নেন অসমের হিমা। ২৩.৪৩ সেকেন্ডে ফিনিশ লাইন ছুঁয়ে দ্বিতীয় হয়েছেন ভি কে ভিসমায়া।

অন্যদিকে চেক প্রজাতন্ত্রের টাবোর অ্যাথলেটিক্স মিটে ছেলেদের ৪০০ মিটার দৌড়ে ভারতীয় অ্যাথলিট মহম্মদ আনাস সোনা জিতেছেন। দৌড় শেষ করতে আনাস সময় নেন ৪৫.৪০ সেকেন্ড।

একনজরে ১৫ দিনে স্প্রিন্টার হিমার চার সোনা কীর্তি

১) ২ জুলাই- পোল্যান্ডের পোজনান অ্যাথলেটিক্স মিটে ২৩.৬৫ সেকেন্ডে ২০০ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জেতেন হিমা।

২) এরপর৭ জুলাই পোল্যান্ডেই কুতনো অ্যাথলেটিক্স মিটে দ্বিতীয় ২০০ মিটার রেসে ২৩.৯৭ সেকন্ড সময় নিয়ে প্রথম স্থানে শেষ করে সোনা যেতেন।

৩)এরপর ১৩ জুলাই শনিবার চেজ প্রজাতন্ত্রে ক্লদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে ফের সোনা জিতলেন হিমা। এবার ২০০ মিটার দৌড়তে ২৩.৪৩ সেকেন্ড সময় নেন তিনি।

৪)১৭ জুলাই, বুধবার চেজ প্রজাতন্ত্রের টাবোর অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার দৌড়ে আরও একটি সোনা জিতলেন হিমা। ১৫ দিনের ব্যবধানে এটি ১৯ বছরের ভারতীয় অ্যথলিটের চতুর্থ সোনা জয়।

এর আগে ২০১৮ সালে জাকার্তা এশিয়া গেমসে ৪x৪০০ মিটার রিলে রেসে সোনা জিতেছেন হিমা। এছাডা় ১৮ বছর বয়সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিশ্ব চ্যাম্পিয়নশিপের( অনূর্ধ্ব-২০) ৪০০ মিটার বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছেন হিমা।

English summary
Hima Das wins another gold,bags 4th gold in 15 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X