For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোচের পারফরম্যান্সে না খুশ, চাকরি গেল ভারতীয় হকি কোচের

হকি ইন্ডিয়া খুশি নয় ভারতীয় কোচ অলতামাসের পারফরম্যান্সে। তাই নেমে এল শাস্তির খাঁড়া। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ভারতীয় হকি দলের ইদানিং পারফরম্যান্স বেশ খারাপ। আর এটাই পোষাচ্ছিল না হকি ইন্ডিয়ার। তিন দিনের এক বৈঠকের পর হকি ইন্ডিয়া সর্বসম্মত সিদ্ধান্ত নিল সরিয়ে দেওয়া হবে অলতমাসকে।

ভারতীয় হকি কোচ অলতমাসের চাকরি গেল তাঁর পারফরম্যান্সের জেরে। তিন দিনের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সকলেই একমত হয়েছেন, যে শারীরিক ফিটনেসের দিক থেকে দল উন্নত হয়েছে। কিন্তু হকি মাঠে পারফরম্যান্স সেভাবে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন অলতামাস। তাঁদের সাফ বক্তব্য শক্ত প্রতিপক্ষদের সঙ্গে লড়াই করতে দলকে সেভাবে প্রস্তুত করেননি তিনি।

কোচের পারফরম্যান্সে না খুশ, চাকরি গেল ভারতীয় হকি কোচের

ডেভিড জন এই মুহূর্তে হাই পারফরম্যান্স ডিরেক্টর ভারতীয় হকি দলের। তার হাতেই দেওয়া হয়েছে অলতমাসের উত্তরাধিকারী খোঁজার কাজ। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সের সময় থেকে দলের সঙ্গে রয়েছেন ডেভিড জন। তিনি দলের পালসটা ঠিকঠাক বোঝেন, তাই তাঁর হাতেই থাকবে ব্যাটন।

হকি ইন্ডিয়ার পক্ষ থেকে চেয়ারম্যান হরবিন্দর সিং জানিয়েছেন, ' ২০১৬-১৭ ভারতীয় পুরুষ হকি দলের পারফরম্যান্সে আমরা খুশি নই, আহ্বায়ক কমিটির সকলেই এই বিষয়ে একমত হয়েছেন। এশীয় দলের বিরুদ্ধে পারফরম্যান্সকে কখনই সাফল্যের মাপকাঠি হিসেবে ধরা যায় না।' এই বলে অলতামেসর ব্যর্থতা তুলে ধরেই তাঁকে সরিয়ে দিল হকি ইন্ডিয়া।

English summary
Hockey India has sacked their head coach Roelant Oltmans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X