For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হকি বিশ্বকাপ ২০১৮: অভিজ্ঞতা ও তারুণ্যের যথাযথ সমন্বয়, ঘোষিত হল ১৮ সদস্যের ভারতীয় দল

ওড়িশায় পুরুষদের হকি বিশ্বকাপ ২০১৮ জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করল হকি ইন্ডিয়া। 

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার (৮ নভেম্বর), হকি ইন্ডিয়া ১৮ সদস্যের ভারতীয় পুরুষ হকি দল ঘোষণা করল। আগামী ২৮ নভেম্বর থেকে ওড়িশার ভূবনেশ্বরে হতে চলা পুরুষদের হকি বিশ্বকাপে এই ১৮ জনই অংশ নেবেন। দলের অধিনায়ক মনোনীত হয়েছেন মনপ্রিত সিং। আর সহঅধিনায়ক হয়েছেন চিংলেংসানা সিং কাঙ্গুজাম।

বিশ্বকাপের প্রথম দিনই অর্থাত ২৮ নভেম্বরই কলিঙ্গ স্টেডিয়ামে ভারতীয় দল মোকাবিলা করবে ভারত।

গোলরক্ষক

গোলরক্ষক

দলে গোলরক্ষক রাখা হয়েছে দুইজন। প্রথম গোলরক্ষক হিসেবে আছেন পিআর রাজেশ। এছাড়া থাকছেন কৃষাণ বাহাদুর পাঠক।

রক্ষণ

রক্ষণ

গত মাসে ওমানের মুস্কাটে হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের জন্য দল থেকে বাদ পড়েছিলেন ওড়িশার অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড় বীরেন্দ্র লাকরা। ঘরের মাঠে বিশ্বকাপে চোট সারিয়ে তিনি দলে ফিরেছেন। তাঁর সঙ্গে রক্ষণে থাকছেন আরেক ওড়িয়া খেলোয়াড় অমিত রোহিদাসয এছাড়া থাকবেন সুরেন্দর কুমার, কোঠাজিৎ সিং। তাঁদের সঙ্গে রক্ষণেভাগে নেওয়া হয়েছে ২৬ সালে যুব হকি বিশ্বকাপ জয়ী দলের সদস্য তরুণ হরমনপ্রিত সিং ও বরুণ কুমার। রক্ষণভাগে মোট তিনজন ড্র্যাগফ্লিক বিশেষজ্ঞ রয়েছেন।

মাঝমাঠ

মাঝমাঠ

মিডফিল্ডে থাকছেন অনায়ক তথা হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা ডায়নামিক মনপ্রিত সিং। মিডফিল্ডে থাকছেন সহঅধিনায়ক চিংলেংসানা সিং-ও। এই অধিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে থাকবেন ২০১৬ জুনিয়র হকি বিশ্বকাপ জয়ী দলের আরও এক সদস্য নীলকান্ত শর্মা ও আরও দুই তরুণ সুমিত ও হার্দিক সিং। এর মধ্যে গত মাসেই সিনিয়র দলের হয়ে অভিষেক হয়েছে হার্দিকের।

আক্রমণ

আক্রমণ

আক্রমণেই একই ভাবে অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন রয়েছে। থাকছেন অভিজ্ঞ আকাশদীপ সিং, দিলপ্রিত সিং, ললিত উপাধ্যায়। আর তরুণ রক্তের জোগান দেবেন জুনিয়র বিশ্বকাপ জয়ী মনদীপ সিং ও সিমরনজিত সিং। ফরোয়ার্ড লাইন থেকে বাদ পড়েছেন এসভি সুনীল ও রুপিন্দর পাল সিং।

বিশ্বকাপে ভারত

বিশ্বকাপে ভারত

বিশ্বকাপে ভারত আছে পুল সি-তে। তাদের সঙ্গে একই পুলে আছে দক্ষিণ আফ্রিকা, কানাডা ও বিশ্ব ক্রমপর্যায়ে ৫ নম্বরে থাকা শক্তিশালী বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে গেলে কিন্তু ভারতকে এই পুলেই শীর্ষে থাকতে হবে।

ফর্ম ও ফিটনেসকেই গুরুত্ব

ফর্ম ও ফিটনেসকেই গুরুত্ব

প্রাথমিক দলে ছিলেন ৩৪ জন খেলোয়াড়। তাদের মধ্য থেকেই এই ১৮ জনকে মূল দলে বেছে নেওয়া হল। কোচ হরেন্দ্র সিং জানিয়েছেন প্রাথমিক দলের ৩৪ জনের প্রত্যেকেই প্রায় সমমানের। তাই তাদের মধ্যে ১৮ জনকে বেছে নেওয়াটা তাদের পক্ষে বেশ কঠিন কাজ ছিল। এ জন্য অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের। তবে এই ১৮ জনই এই মুহূর্তে ভারতের সেরা ১৮ বলে দাবি করেছেন তিনি। জানিয়েছেন, বাছাইয়ের ক্ষেত্রে খেলোয়াড়দের নাম নয়, তাদের সাম্প্রতিক ফর্ম ও ফিটনেসকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এঁরা প্রত্যেকেই ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছেন দাবি করে তিনি জানিয়েছেন বিশ্বকাপে ভাল কিছু করে দেখানোর বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

আগামী ২৩ নভেম্বর পর্যন্ত ৩৪ জনের ভারতীয় দলই ভূবনেশ্বরে অনুশীলন চালিয়ে যাবে।

English summary
Hockey India names 18-member team for the Odisha Hockey Men's World Cup 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X