For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাপ আর ঠোঁটের দূরত্ব ঘুঁচিয়ে ১৩ বছর পর ভারতসেরা মোহনবাগান

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩১ মে : জাতীয় লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগানের দরকার ছিল মাত্র ১ পয়েন্ট। রবিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ ড্র করে আইলিগ চ্যাম্পিয়ন হল সবুজ-মেরুন। ১৩ বছর পর ফের বাংলার মুখে হাসি ফুটিয়ে জাতীয় লিগ চ্যাম্পিয়ন হল বাগান।

প্রথমার্ধে জনসনের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। দ্বিতীয়ার্ধে গোল করে সমতা ফেরান বেলো রজ্জাক।

কাপ আর ঠোঁটের দূরত্ব ঘুঁচিয়ে ১৩ বছর পর ভারতসেরা মোহনবাগান

প্রায় এক দশক পর ভারতসেরা হওয়ার পথে মোহনবাগান

বেঙ্গালুরু, ৩১ মে : দীর্ঘ ১৩ বছর পর ফের একবার দেশের পয়লা নম্বর টুর্নামেন্টে ভারতসেরা হওয়ার হাতছানি গঙ্গাপারের ক্লাবের।

আজ বেঙ্গালুরু এফসিকে তাঁদের ঘরের মাঠে আটকে দিতে পারলেই ফের একবার পালতোলা হওয়া তরতর করে এগিয়ে চলবে। এদিন সুনীল ছেত্রীদের আটকে দিতে পারলেই ১৩ বছর পর আই লিগ ঘরে তুলবে মোহনবাগান।

এ তো শুধু জেতা নয়, ভারতবর্ষে সেরা ফুটবলটা যে বাংলায়ই খেলা হয় এটাও আজ যেন প্রমাণ করার ম্য়াচ মোহনবাগানের। আজ সুনীল ছেত্রী, রুনিদের যদি থামিয়ে দিতে পারেন শিল্টনরা তাহলে এদিন ইতিহাস তৈরি হবে। সোনি নর্ডি, কাতসুমি, বোয়ারা সবাই মিলে সেই মুহূর্তের জন্যই নিজেদের তৈরি করছেন বলে টিম সূত্রে জানা গিয়েছে।

লিগ টেবিলের দুই নম্বরে থাকা বেঙ্গালুরু এফসি গত কয়েকবছরে যে ধারাবাহিকতা দেখিয়েছে তা এককথায় অসামান্য। আই লিগ, ফেড কাপ, এএফসি কোয়ালিফায়ারে ওঠা, সব কৃতিত্বই তাঁদের দখলে।

আর অন্যদিকে ২০০৮ সালে ফেড কাপ জেতা ঘরলে গত সাত বছর ধরে ভারতসেরা হওয়ার স্বাদ চেখে দেখেনি কোটি কোটি সমর্থকের ক্লাব মোহনবাগান। ফলে এবারের পরিস্থিতিটা তাদের কাছে 'নাউ অর নেভার'-এর মতো। এবার না পারলে কবে আবার সুযোগ আসবে তা বোধহয় কেউ জানে না। ফলে কাপ আর ঠোঁটের দূরত্বটা যে করেই হোক ঘোঁচাতেই হবে মোহনবাগান খেলোয়াড়দের।

আজ কোনওভাবেই অতীতের দুঃস্বপ্নকে ফিরিয়ে এনে আনন্দের সুর কাটবেন না, এই শপথই নিজেছে 'টিম মোহনবাগান'। এখন শুধু অপেক্ষা দীর্ঘ ১৩ বছর পর ভারতসেরা হওয়ার।

English summary
I-League: Mohun Bagan is one point from glory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X