For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার হার্ডলের সেমিফাইনালে উঠলেন জাবির

দোহায় বিশ্ব অ্যাথলিক চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ছেলেদের হিট রাউন্ডে ৪০০ মিটার হার্ডলে ৪৯.৬২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থানে শেষ করলেন ভারতের জাবির মাদারি।

  • |
Google Oneindia Bengali News

দোহায় বিশ্ব অ্যাথলিক চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ছেলেদের হিট রাউন্ডে ৪০০ মিটার হার্ডলে ৪৯.৬২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থানে শেষ করলেন ভারতের জাবির মাদারি।এই সাফল্যের জন্য বিশ্ব অ্যাথলিক চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার হার্ডলের সেমিফাইনাল নিশ্চিত করলেন ভারতীয় স্প্রিন্টার।

বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার হার্ডলের সেমিফাইনালে উঠলেন জাবির

৪৯.২৭ সেকেন্ড সময় নিয়ে নরওয়ের প্রতিযোগী কার্স্টেন এক নম্বরে ও আয়ারল্যান্ডের থমাস ৪৯.৪১ সেকেন্ড সময় নিয়ে দু'নম্বরে রেস শেষ করেন। জাবির ভালো পারফর্ম্যান্স করলেও ৪০০ মিটার হার্ডলে জাতীয় রেকর্ডের মালিক ধরুণ আইয়াস্বামী হতাশ করলেন। হিট রাউন্ডের শেষ হার্ডলে ব্যর্থ হন। যার ফলে সেমিফাইনালে ওঠার সুযোগ হারালেন ভারতীয় এই অ্যাথলিট। পঞ্চম হিট রাউন্ডে ছয় নম্বরে শেষ করেন ধরুণ।

অন্যদিক লং জাম্পেও ভারতের হতশ্রী শুরু। ২৭ জনের মধ্যে ভারতীয় লং জাম্পার মুরলী শ্রীশংকর ২২ নম্বরে শেষ করেছেন। মূল পর্বের জন্য যোগ্যতা পেতে শ্রীশংকরকে জাম্প করে ৮.১৫ মিটার দূরত্ব অতিক্রম করতে হত। সেখানে ৭.৬২ মিটার দূরত্ব অতিক্রম করেন শ্রীশংকর। টুর্নামেন্টে সবমিলিয়ে ২০৮টি দেশ থেকে ১৯৭২ অ্যাথলিট অংশ নিয়েছেন।

English summary

 IAAF World Championships: Jabir finishes 3rd and qualifies for 400m hurdle semis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X