For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকাকে হারানোর ভাল সম্ভাবনা রয়েছে ভারতের : ইয়ান চ্যাপেল

Google Oneindia Bengali News

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি : বিশ্বকাপের ইতিহাসে তিনবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। কিন্তু তিনবারই বিপক্ষকে হারাতে ব্যর্থ হয়ে মেন ইন ব্লু। আগামী রবিবার ফের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত। এবার আবার গ্যারি কার্স্টেন একটা বড় ফ্যাক্টক। কারণ ২০১১ সালে বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন গ্য়ারি কার্স্টেন। কিন্তু এবছর অবশ্য তিনি ফিরে এসেছেন নিজের ঘরের দলে মেন্টর হিসাবে।

যদিও গ্যারি কার্স্টেনের উপস্থিতি দক্ষিণ আফ্রিকার পক্ষে যে খুব কার্যকর হবে তা মনে করছেন না দুই ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাস্কার এবং ইয়ান চ্যাপে।

দক্ষিণ আফ্রিকাকে হারানোর ভাল সম্ভাবনা রয়েছে ভারতের : ইয়ান চ্যাপেল

সুনীল গাভাস্কারের কথায়, দক্ষিণ আফ্রিকা এবার গ্যারি কার্স্টেন ও হাসিকে নিয়েছে, এম এস ধোনি, সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজা সম্পর্কে এদের সম্যক ধারণা রয়েছে ওদের। হয়তো এই বিষয়টা কিছুটা সাহায্য করবে দক্ষিণ আফ্রিকাকে কিন্তু বাকি পুরোটাই নির্ভর করবে মাঠে কে কত ভাল খেলছে তার উপরে।

অন্যদিকে ইয়ান চ্যাপেলের কথায়, কার্স্টেন বা হাসি তখনই ভারতের জন্য বিপদ ডাকতে পারে যদি ভারতীয় ক্রিকেটাররা কার্স্টেন ও হাসিকে নিয়ে বেশি ভাবনাচিন্তা করতে শুরু করে।

দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ হাল্কাভাবে নেওয়া উচিত নয় ভারতের

গাভাস্কারের মতে দক্ষিণ আফ্রিকার বোলার যেন হাল্কাভাবে না নেয় ভারচ। ভারতকে খুব সংযত এবং সাবধানতার সঙ্গে ব্যাটিং করতে হবে। শুরুর দিকটা ধরে খেলতে হবে। কম করে ২৬০-২৭০ রান তুলতে হবে ভারতকে।

অন্যদিকে চ্যাপেল ভারতের ব্যাটিং নিয়ে আশাবাদী। চ্যাপেলের কথায়, দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুযোগ ভারতের রয়েছে। যদি পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেমন খেলছে তেমনই যদি খেলতে পারে। ধোনি যদি একই মানের নেতৃত্ব দিতে পারেন তো।

চ্যাপেলের কথায়, "আমি দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ নিয়ে অত চিন্তিত নই। মর্কেলের বোলিংয়ে ধারাবাহিকতার অভাব আছে। ফিলান্দার দ্রুত নয়। ইমরান তাহিরের বলও ঢিলেঢালা। অস্ট্রেলিয়ার চেয়ে ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন ভাল খেলে। একই মানসিকতা নিয়ে খেললে ভারতের ভাল সুযোগ রয়েছে জেতার।"

চ্যাপেল আরও জানিয়েছেন, আমি হলে রবীন্দ্র জাডেজার বদলে অক্ষর প্যাটেলকে দলে নিতাম কারণ. মিডল অর্ডারে উইকেট নেওয়ার বেশি ভাল সুযোগ থাকবে সেক্ষেত্রে।

English summary
India have a good chance of beating South Africa: Ian Chappell
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X