For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানকে ফের মাত ভারতের, আন্তর্জাতিক কবাডি প্রতিযোগিতায় অজয় ঠাকুরদের জয়-জয়াকার

কবাডি মাস্টার্স দুবাই ২০১৮-তে ভারতের কাছে ফের হার স্বীকার করল পাকিস্তান। সোমবার দুবাইয়ে হওয়া এই আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে ৪১-১৭ পয়েন্টে হারিয়েছে ভারতীয় দল। 

Google Oneindia Bengali News

কবাডি মাস্টার্স দুবাই ২০১৮-তে ভারতের কাছে ফের হার স্বীকার করল পাকিস্তান। সোমবার দুবাইয়ে হওয়া এই আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে ৪১-১৭ পয়েন্টে হারিয়েছে ভারতীয় দল। এই জয়ের সুবাদে কবাডি মাস্টার্স দুবাই ২০১৮-র সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত।

পাকিস্তানকে ফের মাত ভারতের, আন্তর্জাতিক কবাডি প্রতিযোগিতায় অজয় ঠাকুরদের জয়-জয়াকার

এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছিল ভারতীয় দল। সেই খেলার ফল ছিল ৩৬-২০। ফলে সোমবারের ম্য়াচে ভারতের বিরুদ্ধে হারের বদলা নিতে বদ্ধ পরিকর ছিল পাকিস্তান। কিন্তু, ভারত অধিনায়ক অজয় ঠাকুরের অসামান্য নেতৃত্ব এবং বুদ্ধিমত্তার সঙ্গে দল পরিচালনা পাকিস্তানকে এক্কেবারে ধরাশায়ী করে দেয়। যার ফলে পাকিস্তান আগের ম্যাচে করা ২০ স্কোরেও পৌঁছতে পারেনি।

পাকিস্তান দল খেলার শুরু থেকেই ভারতীয় দলের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করতে থাকে। কিন্তু, বেশি আক্রমণাত্মক হতে গিয়ে পাক দল ম্যাচের পরিকল্পনা এবং ভারতের আক্রমণের মোকাবিলা করা থেকে খেই হারিয়ে ফেলে। সেই তুলনায় অজয় ঠাকুরের নেতৃত্বে ভারতীয় দল ধীরে ধীরে পাক দলের উপরে প্রভাব বিস্তার করে ফেলে। যার জেরে ভারত ৪১ টি পয়েন্ট ঝুলিতে পুড়ে নেয়। ভারত মূলত আক্রমণের সঙ্গে রক্ষণাত্মক কৌশল প্রয়োগ করেই পাকিস্তানকে টেক্কা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাকিস্তানকে ফের মাত ভারতের, আন্তর্জাতিক কবাডি প্রতিযোগিতায় অজয় ঠাকুরদের জয়-জয়াকার

ভারতীয় দলের ৩২ বছর বয়সী অধিনায়ক অজয় ঠাকুর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেও দুরন্ত পারফর্ম করেছিলেন। এদিনও তিনি ভারতকে প্রাথমিক লিড দিতে সমর্থ হন। ছয় দেশের কবাডি মাস্টার্স দুবাই ২০১৮-তে অজয় বলতে গেলে দুর্ধর্ষ ফর্মে আছেন। এদিন তিনি আফ-ফ্রন্টে ৮ পয়েন্ট এনে দেন ভারতের ঝুলিতে। যাতে কিছুটা হলেও বেসামাল হয়ে যায় পাক দল। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই অজয় ও রোহিত কুমার বিপক্ষের বক্সে ঢুকে রেড করে বেশকিছু পয়েন্ট তুলে নেন। পাকিস্তান ডিফেন্স শক্তিশালী দেখালেও তারমধ্যেই ভারতীয় খেলোয়াড়রা পয়েন্ট তুলে নিতে সমর্থ হন।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fmare.gowda.796%2Fposts%2F830669643786280&width=500" width="500" height="650" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe>

প্রথমার্ধে খেলার শেষে ভারতীয় দল ২২-৯-এর লিড নিয়েও এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধেও ভারত রেড থেকে আরও কিছু মূল্যবান পয়েন্ট তুলে নিতে সমর্থ হয়। খেলার শেষে দেখা যায় ভারত রেড থেকে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে। সেখানে রেড-এ পাকিস্তানের পয়েন্ট ৯। ডিফেন্সে ভারত যেখানে ১২ পয়েন্ট সংগ্রহ করেচে সেখানে পাকিস্তানের সংগ্রহ ৮ পয়েন্ট। শনিবার ভারতের পরবর্তী ম্যাচ। প্রতিপক্ষ কেনিয়া।

English summary
India had defeated Pakistan in the group league match in Kabadi Masters Dubai 2018. So Pakistan was trying to avenge their defeat on 25th June. But, Indian Kabadi Team proved and toppled over the Pak team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X