For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উৎসবের মরসুমে সেলিব্রেশনকে ডাবল করল ভারত, হকি-তে পাকিস্তানকে মাত

একাদশীতে ভারত পেল পাকিস্তান বিজয়। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে শনিবার রাতে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে মনপ্রীতদের ভারত। যদিও, খেলার প্রথমার্ধে গোল করে এগিয়ে গিয়েছিল পাকিস্তান।

Google Oneindia Bengali News

একাদশীতে ভারত পেল পাকিস্তান বিজয়। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে শনিবার রাতে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে মনপ্রীতদের ভারত। যদিও, খেলার প্রথমার্ধে গোল করে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। খেলার দ্বিতীয়ার্ধে ভারত ম্য়াচের নিয়ন্ত্রণ হাতে তুলে নেয়।

জাপানযুদ্ধের আগে পাকিস্তানকে হারাল ভারত

এই প্রতিযোগিতায় পাকিস্তান ম্য়াচের আগেই ওমানকে ১১-০ গোলে হারায় ভারত। এদিন খেলার শুরুতেই পেনাল্টিতে ইরফান জুনিয়ারের গোলে এগিয়ে যায় পাকিস্তান। ভারতের গোলকিপার শ্রীজেশ বল আটকেও দিয়েছিলেন কিন্তু ফিরতি বলকে স্টিকে লাগিয়ে গোলে ঢুকিয়ে দেন ইরফান জুনিয়ার।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই মনপ্রীত ডজ করে পাকিস্তানের তিনজন প্লেয়ারকে ছিটকে দেন এবং বিপক্ষের জালে বল ঢুকিয়ে সমতা ফেরান। এরপর মনদীপ সিং-এর সঙ্গে পাস খেলতে খেলতে আকাশদীপ ভারতের পক্ষে দ্বিতীয় গোলটি করে দেন। এরপরের গোলটি আসে বিয়াল্লিশ মিনিটে। আকাশদীপ-ললিত ও দিলপ্রীত সিং-এর মধ্যে অসাধারণ বোঝাপড়ায় ভারত তৃতীয় গোলটি পেয়ে যায়। আকাশদীপ বল নিয়ে দ্রুত পাকিস্তানের এলাকায় ঢুকে পড়েন। সেখান থেকে তিনি ললিতে পাস করেন। এরপর ললিত পাকিস্তান বক্সের মধ্যে দিলপ্রীত সিং-এর দিকে অসাধারণ পাস বাড়িয়ে দেন। দিলপ্রীত পাকিস্তানের নেটে বল ঢোকাতে কোনও ভুল করেননি।

এদিনের ম্যাচে ভারত একটা এক্সপেরিমেন্টও করে নেয়। গোলরক্ষক শ্রীজেশকে তুলে নিয়ে নামানো হয় কৃষাণ পাঠককে। কিন্তু, খেলার শেষার্ধে এই খেলোয়াড় বদল খুব একটা প্রভাব ফেলেনি। কারণ ভারত তখন য়ে ম্যাচ জেতার পথে তা বুঝে গিয়েছিল পাকিস্তান দল। ফলে সেভাবে ভারতীয় বক্সে বল আসেনি যাতে কৃষাণকে কোনও পরীক্ষার সামনে পড়তে হয়। বিশেষঞ্জদের মতে, পাকিস্তানের এই হকি দলটি জুনিয়ার প্লেয়ারে ভর্তি এবং সিনিয়ার পর্যায়ে ম্যাচ টেমপারামেন্ট সেভাবে নেই। না হলে এমন এক উত্তেজনাকর ম্য়াচে লিড নিয়েও পাকিস্তানকে হারতে হত না।

English summary
India got 11-0 win against Oman in their previous match in Asian Champions Trophy hockey. And after they India has registered 3-1 win over Pakistan on Saturday in the tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X