For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু হতে চলেছে এশিয়ান গেমস, যে বিভাগগুলিতে ভারতের প্রতিযোগীতা নজর টানতে পারে

শুটিং রেসলিং, বক্সিং সহ বিভিন্ন ইভেন্টে এশিয়াডে সোনা জয়ের আশায় ভারত।

Google Oneindia Bengali News

বিশেষজ্ঞরা মনে করছেন ২০১৮ এশিয়ান গেমসে ফের একবার নিজেদের ক্রীড়াশৈলির দীপ্তিতে এশিয়ান গেমসকে আলোকিত করবেন ভারতীয় ক্রীড়াবিদেরা। তাঁদের বিশ্বাস বিভিন্ন ইভেন্টে ভারতের সোনা পাওয়ার সম্ভবনাও রয়েছে অনেকটাই।

শুরু হতে চলেছে এশিয়ান গেমস, যে বিভাগগুলিতে ভারতের প্রতিযোগীতা নজর টানতে পারে

এমনিতে বহু বার এশিয়াডে সাফল্য পেয়েছে ভারত। বিভিন্ন ইভেন্টে জিতেছে সোনা। তবে, এ বার সোনা জেতার বিষয়ে ভারত মূলত নির্ভর করছে শুটিং, রেসলিং এবং বক্সিংয়ের উপর। সোনা জিততেস ভারতের প্রধান ভরসা রেসলার, বক্সার এবং শুটাররা।

চার বছর আগে গত এশিয়াডে ভারতের পদক সংখ্যা ছিল ৫৭। অলিম্পিকে ভারত সেই ভাবে সফল না হলেও এশিয়াডে নিজেদের দাপট শুরুর বছর থেকেই রেখেছে ভারত। এশিয়ান গেমসের দীর্ঘ দিনের ইতিহাসে মাত্র দু'বার প্রথম আটে শেষ করতে ব্যর্থ হয়েছিল ভারত। ১৯৫১ সালে ভারতের মাটিতেই প্রথম এশিয়ান গেমস আয়োজিত হয়।

শেষ চারবার কম করে ভারতের ঝুলিতে এসেছিল ১০টি সোনা। মনে করা হচ্ছে জাকার্তায় অনুষ্ঠিত হতে চলা এই বারের এশিয়ান গেমসে আরও ভাল পারফর্ম করবেন ভারতীয় অ্যাথলিটরা। ২০২০ টোকিও অলিম্পিকের আগে এখানে নিজেদের ঝালিয়ে নেওয়ারও সুযোগ পেয়ে যাবেন ভারতীয় তারকারা।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নীরেন্দ্র বার্তা বলেন, 'শেষ বার অষ্টমস্থানে শেষ করেছিল ভারত। এই বার আশা করি আমরা গতবারের থেকেও পদক সংখ্যা বাড়াব এবং ক্রমতালিকায় ভালস্থানে থাকব।'

শুটিংয়ে ভারত যাদের দিকে চেয়ে রয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অনিশ ভানওয়াল, ইলাভেনিল ভালারিভান এবং মনু ভাকর। ১৫ বছর বয়সে কমনওয়েলথ গেমসে ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনা জেতেন অনিশ। ১৬ বছর বয়সী মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে জয় পেয়েছেন।

এছাড়া রেসলিংয়ে ৫০ কেজি বিভাগে ভিনেশ পোঘাতের দিকে নজর থাকবে ভারতের। নজর থাকবে বিকাশ কৃষ্ণের দিকেও। সোনার জন্য নজর থাকবে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার দিকেও। জাকার্তায় তাঁর হাতেই জাতীয় পতাকা। এছাড়া নজর রাখতে হবে ভারতীয় হকি দলের উপরও।

English summary
India pinning their hopes in the events like shooting, wrestling, boxing and many more.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X